কলকাতা: এবার মেট্রো স্টেশনেই ডায়াগনস্টিক সেন্টার করা হচ্ছে৷ কম খরচে নানান রকম প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে৷ অনলাইনে রিপোর্ট পাওয়ার পাশাপাশি বয়স্কদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থাও থাকছে৷
শহরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে কলকাতা মেট্রো৷ মেট্রো স্টেশনে বসানো হবে ডায়াগনস্টিক কিয়স্ক। বয়স্ক ও ছোটদের জন্য চটজলদি পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে৷ প্রাথমিকভাবে সেন্টারগুলি বসানো হবে মহানায়ক উত্তম কুমার ও সেন্ট্রাল মেট্রো স্টেশনে। ধাপে ধাপে বাকি স্টেশনগুলিতেও এই পরিষেবা পাওয়া যাবে৷ যেখান থেকে সমস্ত রকম প্যাথজিক্যাল পরীক্ষা-সহ রক্ত পরীক্ষা ও ইসিজি করানো যাবে। সংস্থার দাবি, পরীক্ষাগুলি তুলনামূলক কম খরচে করাতে পারবেন যাত্রীরা। অনলাইনেই পরীক্ষার রিপোর্টগুলি মিলবে৷ আর বয়স্করা ১০ শতাংশ ছাড় পাবেন৷
বর্তমানে শহর কলকাতার লাইফ লাইন বলা হয় মেট্রোকে৷ সেই লাইফ লাইনে নতুন নতুন পরিষেবা চালু করা হচ্ছে৷ যাত্রীদের সুবিধার জন্য কিছুদিন আগেই স্টেশনগুলিতে ডিজিটাল ফেয়ার ডিসপ্লে বোর্ড বসানোর কথা ঘোষণা করেছিল কলকাতা মেট্রো। তারপর মেট্রো স্টেশনে চা-কফি ভেন্ডিং মেশিন বসানোর কথা ঘোষণা করা হয়৷ যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা ভেবে নর্থ-সাউথ মেট্রো করিডোরের ২৬টি স্টেশনেই এই মেশিন বসানো হবে বলে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে৷ আর এবার ডায়াগনস্টিক সেন্টার৷
আরও পড়ুন-Kolkata Metro: দোলের সকালে মেট্রো নেই, চলবে বেলা আড়াইটা থেকে