নয়াদিল্লি: দিল্লির আবাসিক ডাক্তারদের আন্দোলনের জেরে রাজধানীতে স্বাস্থ্য পরিষেবা নিয়ে চরম সংকট দেখা দিল। অনির্দিষ্টকালের জন্য দিল্লির স্বাস্থ্যকেন্দ্রগুলিতে পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন ডাক্তাররা। ফলে, ওমিক্রনের এই বাড়বাড়ন্তের মধ্যে স্বাস্থ্য পরিষেবা নিয়ে সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হবে।
দিল্লির রেসিডেন্ট চিকিত্সকদের অভিযোগ, শান্তিপূর্ণ ভাবেই তাঁরা আন্দোলন চালাচ্ছিলেন। দিল্লি পুলিস জোর-জবরদস্তি সেই আন্দোলন তুলে দেওয়ার চেষ্টা করে। সেসময় আন্দোলনরত মহিলা ডাক্তারদের পুলিস শারীরিক হেনস্থা করে বলেও অভিযোগ তোলা হয়েছে।
জানা গিয়েছে, NEETPG কাউন্সেলিং চালুর দাবিতে বিগত কয়েক দিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজধানীর সরকারি আবাসিক ডাক্তাররা। আন্দোলন বন্ধ করতে এদিন পুলিস কয়েক জনকে ডাক্তারকে আইটিও-র সামনে থেকে আটক করলে, উত্তেজনা বাড়ে। এর পরেই ডাক্তারদের সংগঠন স্বাস্থ্য কেন্দ্রেগুলির পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত ঘোষণা করে। সরকারি তরফে এ নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
বিক্ষোভরত ডাক্তারদের অভিযোগ, ‘শান্তিপূর্ণ ভাবে আমাদের আন্দোলন চলছিল। পুলিসকে আমরা তা বোঝানোরও চেষ্টা করেছি। তার পরেও পুলিস আন্দোলনকারীদের আটক করে। সেসময় মহিলা চিকিত্সকেরাও হেনস্থার শিকার হন।
দিল্লির বিভিন্ন সরকারি হাসপাতালের প্রায় ৫০০০ রেসিডেন্ট চিকিত্সক এই আন্দোলনে শামিল। ১৭ ডিসেম্বর থেকে তাঁরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনের অভিযোগ, NEET-PG কাউন্সেলিংয়ে অযথা দেরি করা হচ্ছে। সরকার কাউন্সেলিং করে ভর্তিপ্রক্রিয়া শুরু না-করলে, এর পর তাঁরা গণইস্তফা দেবেন বলেও ইতিমধ্যে হুমকি দিয়েছেন। চিকিত্সক সংগঠনের অভিযোগ, সরকার বিষয়টিকে গুরুত্বই দিচ্ছে না। ভর্তিপ্রক্রিয়া নিয়ে সরকার কী ভাবছে, তা না-জানা পর্যন্ত আন্দোলন চলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।