নয়াদিল্লি: স্বাধীনতা দিবসের ৭৫তম পূর্তিকে মাথায় রেখে সাজানো হয়েছে এ বছরের সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান৷ যার মধ্যে উল্লেখযোগ্য হাজার ড্রোনের প্রদর্শনী এবং লেজার প্রজেকশন ম্যাপিং৷ ২৯ জানুয়ারি দিল্লির বিজয় চকে বিটিং দ্য রিট্রিট অনুষ্ঠানে দেখা যাবে ড্রোনের লাইট শো৷ দেখে মনে হবে যেন, রাতের আকাশে তারার মতো জ্বলজ্বল করছে ড্রোনগুলি৷ গানের তালে ছন্দময় হয়ে উঠবে ড্রোনগুলি৷ প্রতিরক্ষামন্ত্রকের এই ১০ মিনিটের নভেল ড্রোন শো ভাবনাকে ফুটিয়ে তুলবে আইআইটি দিল্লি৷ অন্যদিকে দিল্লির নর্থ ব্লক ও সাউথ ব্লকে দেখা যাবে লেজার প্রজেকশন ম্যাপিং যেখানে প্রদর্শিত হবে দেশের স্বাধীনতার নানা ছবি৷
প্রতিরক্ষা মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, চীন, রাশিয়া এবং ব্রিটেনের পর চতুর্থ দেশ হিসেবে ভারত এত বড় আকারের ড্রোন শোয়ের আয়োজন করতে চলেছে৷ ভাবনা থেকে শুরু করে নকশা, প্রযুক্তি এবং কোরিওগ্রাফি সবই করা হয়েছে দেশের মধ্যে৷ সরকারের শর্তই ছিল, নভেল ড্রোন শোয়ের সবকিছুতে ভারতীয়ত্ব রাখতে হবে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ ভাবনাকে সফল করতেই এই উদ্যোগ৷ কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের সাহায্যে আইআইটি দিল্লির স্টার্ট-আপ ‘বটল্যাব ডাইনামিক্স’ পুরো অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে রয়েছে৷ দিল্লি আইআইটি এর আগেও ড্রোনকে কাজে লাগিয়ে এই ধরনের শো করেছে৷
এই বছর প্রথম সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানকে একদিন এগিয়ে আনা হয়েছে৷ ২৪ জানুয়ারির পরিবর্তে নেতাজি জন্মজয়ন্তী থেকে প্রজাতন্ত্র দিবসের উদযাপন শুরু হয়ে গিয়েছে দেশজুড়ে৷ তবে করোনা আবহে ২৬ জানুয়ারি কুচকাওয়াজ প্রদর্শনীর দিন দর্শক সংখ্যা অনেক কমিয়ে আনা হয়েছে৷ প্রথা মেনে অন্যান্য বছর সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হয়৷ কিন্তু কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় বিমান প্রদশর্নীর সময় সমস্যায় পড়েন বায়ুসেনার পাইলটরা৷ তাই এবছর আধঘণ্টা পর শুরু হবে অনুষ্ঠান৷ অনুষ্ঠানের কয়েকটি আসন করোনার প্রথম সারির যোদ্ধা- স্বাস্থ্যকর্মী, পুরকর্মী, গাড়ির চালক-দের জন্য সংরক্ষিত করা হয়েছে৷ আমন্ত্রিতদের পাঠানো হয়েছে পরিবেশবান্ধব কার্ড যার ভিতর রয়েছে অশ্বগন্ধা, অ্যালো ভেরা এবং আমলার বীজ৷ আয়ুর্বেদে অধিকাংশ রোগের চিকিৎসাতে ব্যবহৃত হয় এই তিনটি উপাদান৷
আরও পড়ুন: সদ্যোজাত কন্যার কথা মাথায় রেখেই ১৪৯ কোটি টাকার বিলাসবহুল বাড়ি কেনা হয়েছিল