শিলিগুড়ি: সোমবার সকালে শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী টয় ট্রেন (Darjeeling Toy Train) শিলিগুড়ি জংশন স্টেশন ছাড়ার পরেই দাগাপুরের কাছে আচমকাই লাইনের উপর এক ব্যক্তি চলে আসেন। টয় ট্রেনের ধাক্কায় (Darjeeling Toy Train Accident) তাঁর দুই পা কাটা পড়ে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়। প্রধাননগর থানার পুলিস ঘটনাস্থলে যায়। ট্রেনটি এই মুহূর্তে সুকনা স্টেশনে দাঁড়িয়ে রয়েছে।
মৃত ব্যক্তির নাম বাবলু শা। তাঁর বাড়ি শিলিগুড়ি পুরসভার ৪৫ নং ওয়ার্ডে। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি একটি বেসরকারি সংস্থায় ডেলিভারির কাজ করেন। বেশ কিছুদিন ধরেই তিনি কাজের চাপে মানসিক অবসাদে ভুগছিলেন।
এদিন কোনও কারণে দাগাপুরের কাছে আচমকাই লাইনের উপর চলে আসেন বাবলু। তখন ট্রেনটি একেবারে কাছাকাছি চলে এসেছিল। চালক চেষ্টা করেও থামাতে পারেননি। ধাক্কা খেয়ে ট্রেনের নীচে পড়ে যান ওই ব্যক্তি। তাতেই তাঁর দু’টি পা কাটা যায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়।
আরও পড়ুন Rampurhat Violence: লড়াই শেষ, রামপুরহাটে দগ্ধ আরও ১ মহিলার মৃত্যু
টয় ট্রেনের ধাক্কায় তাঁর দুই পা কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত ১