কলকাতা: দৈনিক সংক্রমণ কমতেই ভিড় বাড়ছে রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রে। কিন্তু কোভিড প্রোটোকল কতটা মানা হচ্ছে? তৃতীয় ঢেউ রুখতে একাধিক ব্যবস্থা নিয়েছে সরকার। আরটিপিসিআর টেস্ট ছাড়া দিঘা, দার্জিলিং বা ডুয়ার্সের মত পর্যটনকেন্দ্রে ঢোকা নিষেধ। কিন্তু বহু মানুষই তা মানছেন না। পুলিশের হাতে ধরা পড়ছেন। আবার বহু পর্যটক মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন। দিঘা সমুদ্র সৈকতে সে রকমই কিছু এক্সক্লুসিভ ছবি ধরা পড়ল কলকাতা টিভি ডিজিটালের ক্য়ামেরায়।
আরও পড়ুন কোভিড টিকা নেওয়া থাকলে তবেই মক্কায় হজের অনুমতি
পর্যটকদের হোটেলে থাকার জন্য ইতিমধ্যেই জারি করা হয়েছে বিভিন্ন বিধিনিষেধ। হোটেল রিসোর্টগুলি কে জানানো হয়েছে কোনও পর্যটককে হোটেলে কিংবা লজে ঘর ভাড়া দিতে গেলে ৭২ ঘন্টা আগে করানো কোভিড নেগেটিভ রিপোর্ট জমা নিতে হবে। অথবা ভ্যাকসিনের দু’টি ডোজ নিয়েছেন কি না তাও নিশ্চিত করতে হবে। তবেই রুম ভাড়া দেওয়া যাবে।
আরও পড়ুন আগামী সপ্তাহেই শুরু বাংলার প্রস্তুতি
কোভিড সার্টিফিকেট নিয়ে কড়াকড়ি চলছে দার্জিলিঙেও। কোভিড নেগেটিভ রিপোর্ট এবং ভ্যাকসিন এই দুটোর মধ্যে একটিও না থাকলে কোনও ভাবেই হোটেলে ঢোকা যাবে না। এই নির্দেশিকা দেওয়া হয়েছে। একই নির্দেশ পর্যটনকেন্দ্র ডুয়ার্সেও। কিন্তু দেখা যাচ্ছে উল্টো ছবি। পর্যটনের আনন্দে কার্যত শিকেয় তুলেছেন দূরত্ববিধি এবং মাস্ক-এর ব্যবহার। দিন কয়েক আগে রাজ্যে কোভিড বিধি শিথিল করে পর্যটন কেন্দ্রগুলিকে পুনরায় খোলার সিদ্ধান্ত জানিয়েছে রাজ্য সরকার। যেখানে কোভিড নেগেটিভ সার্টিফিকেট এবং করোনা বিধি মানার জন্য কড়া নির্দেশ দিয়েছে। কিন্তু কোথাও গিয়ে সেই বিধি-নিষেধকে কার্যত বুড়ো আঙুল দেখাচ্ছেন পর্যটকরা। যে ছবি স্পষ্ট দিঘার সমুদ্র সৈকতে। হোটেল, লজগুলিতে কোভিড নিয়ে কড়া সিদ্ধান্ত নেওয়া হলেও দিঘার সমুদ্র সৈকত কিংবা দার্জিলিংয়ের হিল স্টেশনগুলিতে কি মানা হচ্ছে কোভিড বিধি? প্রশ্ন উঠছে।
মুখে নেই মাস্ক, নেই দূরত্ব বিধি। মানুষেরা ভিড় জমাচ্ছেন তাজপুর, মন্দারমনি এবং দিঘার সমুদ্র সৈকতে। এখনও অনেক মানুষ আসছেন যাঁদের করোনা রিপোর্ট নেই বা করানো হয়নি। কোনও পর্যটকের যদি কোভিড রিপোর্ট পজিটিভ আসে সেক্ষেত্রে কী ব্যবস্থা গ্রহণ করা হবে তাও স্পষ্ট নয়। ডুয়ার্সের পর্যটন ব্যবসায়ীদের দাবি আরটিপিসিয়ার টেস্টের সঙ্গে অ্যান্টিজেন টেস্টকেও মান্যতা দেওয়া হোক। তাতে করে দ্রুত জানা যাবে কারা কোভিড পজিটিভ।
আরও পড়ুন কেতুগ্রাম, কেশপুরে কয়েক হাজার বিজেপি কর্মী গেরুয়া ছেড়ে তৃণমূলে
দিঘা, মন্দারমনি, দার্জিলিং, ডুয়ার্সের মত নেগেটিভ রিপোর্ট নিয়েও কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে শান্তিনিকেতনেও। বীরভূমের জেলাশাসক জানিয়েছেন, পর্যটকদের হোটেল বুকিংয়ের ক্ষেত্রে অবশ্যই দেখাতে হবে ভ্যাকসিন এর দু’টি ডোজের সার্টিফিকেট অথবা ৭২ ঘণ্টার মধ্যে করা কোভিড নেগেটিভ রিপোর্ট।