প্রায় একই সঙ্গে খেলা শুরু করেছিলেন ওঁরা সকলে। কিন্তু ক্রিকেটকে গুডবাই জানিয়ে দিয়েছেন যুবি-নেহরা-জাহির-কুম্বলে-বীরু-লক্ষ্মণ-সকলেই। এবার সরলেন তিনি-‘ভাজ্জি’। ২৪ ডিসেম্বর,২০২১। একটি টুইটে গোটা ক্রিকেট দুনিয়া জেনে গেল: ক্রিকেটার হরভজন সিং সবধরনের ক্রিকেটকে গুডবাই জানিয়ে অবসর ঘোষণা করে দিলেন।
হালে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল এমনটা হতে চলেছে।
আরও পড়ুন:অলিম্পিকে না খেলার যন্ত্রণা বুকে নিয়েই চলে গেলেন সনৎ শেঠ
সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন হরভজন সিং। এখনকার রীতি মেনেই যেন ঘোষণা। সোশ্যাল মিডিয়া মারফতে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন তিনি। এই বছরের আইপিএলের প্রথম পর্বে কেকেআরের হয়ে কয়েকটি ম্যাচ খেলেছিলেন দেশের মাটিতে। দ্বিতীয় দফায় আর সুযোগ পাননি। বরঞ্চ উঠতি স্পিনার বরুণ চক্রবর্তী আর বাকি কেকেআর স্পিনারদের মেন্টরের ভূমিকাই পালন করেছিলেন। ক্রিকেট থেকে অবসরের পর আইপিএলে এরপর তাঁকে বোলিং কোচের ভূমিকায় ভাজ্জিকে দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল।
টুইটারে হরভজন লেখেন, ‘সব ভালো জিনিসেরই একটা শেষ থাকে। আজ আমি সেই প্রিয় খেলাকে বিদায় জানাচ্ছি, যেটা আমাকে সবকিছু দিয়েছে। ২৩ বছরের দীর্ঘ এই লম্বা সফরে যাঁরা সুন্দর আর স্মরণীয় করে রাখতে সাহায্য করেছেন, তাঁদের সকলকে কৃতজ্ঞ জানাই। আন্তরিক ধন্যবাদ আপনাদের।’
All good things come to an end and today as I bid adieu to the game that has given me everything in life, I would like to thank everyone who made this 23-year-long journey beautiful and memorable.
My heartfelt thank you ? Grateful .https://t.co/iD6WHU46MU— Harbhajan Turbanator (@harbhajan_singh) December 24, 2021
শুধু টুইট-ই কারননি, ভাজ্জি একই সঙ্গে একটি ইউটিউব লিঙ্কও পোস্ট করেন। এই ভিডিয়ো বার্তায় তিনি বলছেন ‘জলন্ধরের অচেনা গলি থেকে টিম ইন্ডিয়ায় ২৫ বছরের এই যাত্রা অত্যন্ত সুন্দর ছিল। যখনই আমি টিম ইন্ডিয়ার জার্সিতে মাঠে নেমেছি, তার থেকে বড় অনুপ্রেরণা হয়ত আমার জীবনে আর কিছুই ছিল না। তবে একটা সময় আসে, যখন জীবনে আপনাকে কঠিন সিদ্ধান্ত নিতেই হয়। আর জীবনের পথে আরও সামনের দিকে এগিয়ে যেতে হয়। গত কয়েক বছর ধরেই আমি নিজের খেলা নিয়ে ভাবছিলাম। অবসরের কথা ঘোষণা করতে চাইছিলাম। অপেক্ষা করছিলাম এই মুহূর্তটা আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার। আজ ক্রিকেটের সব ফর্ম্যাট থেকে অবসর নিচ্ছি।’পরিবার, পরিজন, বন্ধু, সতীর্থ, বিপক্ষের ক্রিকেটারদেরও ধন্যবাদ জানিয়েছেন হরভজন। একইসঙ্গে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব জয় শাহরা যেভাবে ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেসব নিয়ে প্রশংসাও করেছেন ভাজ্জি। চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্স, কেকেআর থেকে বিসিসিআই, পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হরভজন।
Bhajji! ?♥️ ?? pic.twitter.com/JSgNHm6z9R
— Sachin Tendulkar (@sachin_rt) December 24, 2021
ক্রিকেটার হরভজনের সাফল্য:
DYK?
Harbhajan Singh is the only player in Test cricket history to make centuries in successive innings while batting at #8. He achieved this against New Zealand in Nov 2010 – a match saving 115 at Ahmedabad and 111* at Hyderabad.— Mohandas Menon (@mohanstatsman) December 24, 2021
ভারতের হয়ে ১০৩টি টেস্ট, ২৩৬টি ওয়ান ডে ও ২৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। টেস্টে ৪১৭টি, ওয়ান ডে ক্রিকেটে ২৬৯টি এবং আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ২৫টি উইকেট নিয়েছেন ভাজ্জি। শুধু স্পিন বোলিংই নয়, টেস্টে ২টি সেঞ্চুরি ও ৯টি হাফসেঞ্চুরি-সহ ২২২৪ রানও সংগ্রহ করেছেন হরভজন। ১২৩৭ রান করেছেন একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে।
Congratulations Bhajji on a great career. It was wonderful to bowl alongside you. Created a lot of good memories on the field. Have a fantastic second innings partner. Best wishes to you and family ??
— Anil Kumble (@anilkumble1074) December 24, 2021
১৯৯৮ সালে টেস্ট অভিষেকের পর ২০১৫ সালে শেষ টেস্ট খেলেছেন। একদিনের আন্তর্জাতিকও শেষ খেলেছেন ২০১৫ সালেই। ২০১৬ সালে দেশের হয়ে শেষ টি ২০ আন্তর্জাতিক খেলেছেন। আইপিএলে ১৬৩টি ম্যাচে তাঁর ১৫০টি উইকেট রয়েছে।
As Harbhajan Singh bids adieu to all forms of cricket, we wish him the very best. ???
Good luck for the future, @harbhajan_singh! ??#TeamIndia pic.twitter.com/ynF9Wq1pbK
— BCCI (@BCCI) December 24, 2021
এরপর?
ভারতীয় দলে বিশেষজ্ঞ স্পিন কোচ রাখার জন্য ইতিমধ্যেই প্রস্তাব দিয়েছেন দেশের প্রাক্তন লেগ স্পিনার নরেন্দ্র হিরওয়ানি। প্রিয় রাহুল দ্রাবিড়কে জাতীয় দলের চিফ কোচ করার পর বোর্ড সভাপতি সৌরভ আরেক প্রিয় ম্যাচ উইনার ভাজ্জিকে সেই ভূমিকায় নিয়ে আসেন কিনা তাই দেখার। আবার তিনি কোনও আইপিএল দলের সঙ্গেই যুক্ত হতেই পারেন।সেটাই দেখার। ক্রিকেটের পাশাপাশি চলছে তাঁর চলতি বছরে হিন্দি ক্রিকেট ধারাভাষ্য। বাংলায় দাদাগিরির আদলে সেই একই চ্যানেলের পাঞ্জাবী ভাষায় (পাঞ্জাবিয়া দি দাদাগিরি ) সেইরকমই একটি মেগা শো সঞ্চালনা করে চলেছেন। এমনকী সিনেমাতেও অভিনয় করা হয়ে গেছে ভাজ্জির। সৌরভের বায়োপিকে হরভজনের ভূমিকায় স্বয়ং ভাজ্জিকেই দেখা যেতে পারে।
ছবি: সৌ-টুইটার