কলকাতা: কোভিড সংক্রমণে স্বাস্থ্য দফতরকে এখনও চিন্তায় রাখছে উত্তর ২৪ পরগনা। রাজ্য জুড়ে চলছে বিধিনিষেধ। যা আপাতত ৩০ জুন পর্যন্ত জারি রয়েছে। মোটের উপর রাজ্য জুড়ে সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। তবে এর মধ্যে উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং হুগলিই ভাবাচ্ছে স্বাস্থ্য দফতরকে।
স্বাস্থ্যদপ্তরের মেডিক্যাল বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১,৯৩৩ জন। একদিনে সংক্রমণের নিরিখে আবারও এগিয়ে উত্তর ২৪ পরগনা । গত ২৪ ঘন্টায় এই জেলা থেকে আক্রান্ত হয়েছেন ২৩৭ জন। ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ১৯০ জন। হাওড়ায় আক্রান্ত ১১৩ জন।হুগলিতে ১১২ জন আক্রান্ত।
আরও পড়ুন জলস্তর বাড়তেই বেরিয়ে এল সারি সারি দেহ
শুধু মাত্র দক্ষিণবঙ্গ নয় সংক্রমণের গ্রাফ নামছে উত্তরবঙ্গেও। তবে উদ্বেগে বাড়াচ্ছে রাজ্যের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র দার্জিলিং। ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ১৬৭ জন। তাই পাহাড়ে করোনা আতঙ্কের মেঘ এখনই কাটছে না। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ৯১ হাজার ২১৯। একদিনে ভাইরাসের বলি ৩৫ জন।
আরও পড়ুন হাওড়ায় গৃহকর্ত্রীকে বেঁধে দুঃসাহসিক ডাকাতি
রাজ্যে এ পর্যন্ত কোভিডে মৃতের সংখ্যা ১৭ হাজার ৫৫১। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ১,৯৭৫ জন। এ নিয়ে মোট ১৪ লক্ষ ৫১ হাজার ৪৩৭ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৭.৩৩ শতাংশ। ফলে সুস্থতার পথে রাজ্যকে আশার আলো দেখাচ্ছেন করোনাজয়ীরা।
আরও পড়ুন ব্ল্যাক ফাঙ্গাসের বলি আরও ২