করোনার প্রকোপ পালটে দিয়েছে মানুষের জীবনযাত্রা। দিন আনা দিন খাওয়া পরিবারগুলোর অবস্থা আরও খারাপ। কেউ হারিয়েছেন কাজ আবার কেউ দিন গুজরান করছেন কোনওরকমে। এরকমই একজন তাঁত কর্মী তারক দেবনাথ। কাজ এমনকি মাথার ওপর ছাদ, সবকিছু হারিয়ে এখন বাস করছেন জঙ্গলে।
আরও পড়ুনঃ রাজ্যজুড়ে চলবে ভারী থেকে মাঝারি বৃষ্টি
করোনা বিধিনিষেধের চক্করে বহু মানুষের মত তারক দেবনাথও হারিয়েছেন কাজ। তিনি পেশায় ছিলেন তাঁত কর্মী। থাকতেন নদিয়ার ধাত্রীগ্রামের একটি ভাড়া বাড়িতে, মাত্র হাজার টাকার বিনিময়ে। কাজ চলে যাওয়ায় দীর্ঘদিন ভাড়া মেটাতে পারেননি তিনি। ফলে বাড়ির মালিক তাড়িয়ে দেন তাঁদের। অবশেষে, স্ত্রী, কন্যা ও দুমাসের পুত্র সন্তানকে নিয়ে জঙ্গলে আশ্রয় নেন তিনি।
আরও পড়ুনঃ ম্যানেজমেন্ট শিক্ষার জন্য নয়া ক্যালেন্ডার প্রকাশ
নবদ্বীপ ধাম স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মের পরিত্যক্ত কিছু জঙ্গল রয়েছে। সেখানেই বাসা বেঁধেছেন তারক দেবনাথ ও তাঁর স্ত্রী জাহানা। কিছু স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্য আর যখন যেরকম পারছেন কাজ জুটিয়ে কোনওরকমে এই সংসার চালাচ্ছেন তারক ও তাঁর পরিবার। লকডাউনে তারকের মতন অনেক তাঁত কর্মী কাজ হারিয়েছেন। কেউ কেউ সরকারি সাহায্য পেলে তারকের কপালে তা জোটেনি। তাঁর কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, বাড়িওয়ালা চাপ দিতে থাকেন ফলে বাধ্য হয়ে ঘর বেঁধেছেন জঙ্গলে। আবার কবে স্বাভাবিক হবে পরিস্থিতি, কবে স্থায়ী কাজকর্ম জুটবে সেই আশাতেই রয়েছে পরিবারটি।