বসিরহাট: কংগ্রেস জেলা সভাপতির বিরুদ্ধে দুর্নীতির পোস্টার বসিরহাটে৷ উত্তর ২৪ পরগণা জেলা সভাপতি (গ্রামীণ) অমিত মজুমদারের বিরুদ্ধে বসিরহাট শহরের বিভিন্ন জায়গায় পোস্টার দিয়েছে তৃণমূল নেতারা। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে৷ পোস্টারে লেখা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন কংগ্রেস নেতা অসিত৷ তিনি পাল্টা তৃণমূল নেতাদের বিরুদ্ধে সরব হয়েছেন৷ ২০২১ বিধানসভা নির্বাচনে বসিরহাট দক্ষিণের জোট সমর্থিত কংগ্রেস প্রার্থী ছিলেন অমিত মজুমদার।
আইএনটিটিইউসির বসিরহাট মহকুমার সভাপতি কৌশিক দত্ত ও তৃণমূল নেতা বঙ্কিম মুখার্জির উদ্যোগে বসিরহাট পৌরসভা, শরৎ বিশ্বাস রোড, কাছারিপাড়া, বোটঘাট সহ একাধিক জায়গায় ওই কংগ্রেস দম্পতির বিরুদ্ধে পোস্টার মারা হয়। তৃণমূল নেতাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর একাধিক দুর্নীতিতে জড়িত৷ তাঁরা কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন৷ গরিব মানুষের টাকা নয়ছয় করেছেন পারমিতা মজুমদার ও অমিত মজুমদার। বর্তমানে তাঁরা তৃণমূলে যোগ দিতে চাইছেন বলেও পোস্টারে লেখা রয়েছে৷ যা তৃণমূলের পক্ষে ভালো নয় বলেও উল্লেখ রয়েছে৷
কংগ্রেস নেতা অমিত মজুমদার বলেন, “আমরা কোনও দুর্নীতি করিনি। কারণ, আমরা শাসক দলের লোক নই। যার যেটা মনে হয় সেটা বলতেই পারে। দল পরিবর্তন নিয়ে শাসকদতের সঙ্গে কথা হয়নি বলেও জানিয়েছেন তিনি৷