বাঁকুড়া: কে বসবে বাঁকুড়া পুরসভার মসনদে? তা নিয়ে জোর প্রস্তুতি চলছে তৃণমূল-বিজেপির মধ্যে। পুরসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও প্রার্থী নিয়ে তৃণমূল,বিজেপির মধ্যে চূড়ন্ত ব্যস্ততা শুরু হয়েছে। একদিকে ওয়ার্ডে ওয়ার্ডে জনসংযোগ কর্মসূচি, প্রার্থী নির্বাচন নিয়ে দফায় দফায় বৈঠক চলছে৷ বিজেপি সূত্রের দাবি, প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত৷ ভোট ঘোষণা হলেও রাজ্যেরস্তরে প্রার্থী তালিকা পাঠানো হবে৷ অন্য দিকে, তৃণমূল সূত্রের দাবি, এখনও সম্ভাব্য প্রার্থী তালিকা তৈরি হয়নি৷ কে বা কারা কারা প্রার্থী হবেন তা নিয়ে দফায় দফায় বৈঠক চলছে৷
জেলা তৃণমূল সূত্রের দাবি, বাঁকুড়া পুরসভার ওয়ার্ড ভিত্তিক কমিটির থেকে সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা জমা পড়েছে নেতৃত্বের কাছে। পুরসভার ২৪ টি ওয়ার্ডের প্রত্যেকটির জন্য তিন জন করে সম্ভাব্য প্রার্থীর নাম জমা পড়েছে বাঁকুড়া সাংগঠনিক জেলা নেতৃত্বের কাছে। তার মধ্য থেকেই এলাকায় গ্রহণ যোগ্যতা, স্বচ্ছ ভাবমূর্তি ইত্যাদির বিষয়ে বিচার করে প্রার্থী নির্বাচন করা হবে৷
জেলা তৃণমূলের এক পদাধিকারী বলেন, ‘এলাকায় গ্রহণ যোগ্যতা ছাড়াও নতুন মুখ আনার চেষ্টা করা হচ্ছে৷ নতুনদের মধ্যে ওয়ার্ডে জনপ্রিয়তা রয়েছে এমন ব্যক্তি বা দলয় কর্মীকে প্রার্থী হওয়ার দৌড়ে বাড়তি গুরুত্ব পাবেন। বিদায়ী কাউন্সিলরদের মধ্যে অনেকেই টিকিট না পেতে পারেন।
বাঁকুড়া তৃণমূল জেলা সভাপতির দাবি দিব্যেন্দু সিংহ মহাপাত্র বলেন, কে প্রার্থী হবেন তা দলের অভ্যন্তরীন বিষয়৷ এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। কে প্রার্থী হবে তা নিয়ে ওয়ার্ড কমিটি থেকে তালিকা নেওয়া হয়েছে৷ সেই তালিকা রাজ্য নেতৃত্বকে পাঠানো হয়েছে৷ রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তের ভিত্তিতেই প্রার্থী নির্বাচন করা হবে৷
আরও পড়ুন-তৃণমূলের ইস্তাহারে প্রতি ওয়ার্ডে ‘ব্রেস্ট ফিডিং’ শৌচালয় নির্মাণের
বাঁকুড়া জেলা বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা বলেন, ‘সম্ভাব্য প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে৷ প্রার্থী নির্বাচনে জনপ্রিয় ও রাজনৈতিক ব্যক্তিত্বকে গুরুত্ব দেওয়া হয়েছে৷ এখন শুধু সময়ের অপেক্ষা৷ ভোট ঘোষণা হলেই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে৷’