পূর্ব বর্ধমান: মঙ্গলকোটে তৃণমূলের (TMC) অঞ্চল সভাপতি অসীম দাস খুনের তদন্তভার তুলে দেওয়া হয়েছে সিআইডি’র (CID) হাতে। তদন্তের জন্য বৃহস্পতিবার রাত্রে দুই সিআইডি (CID) প্রতিনিধি পৌঁছে গিয়েছে মঙ্গলকোটে । যারা শুক্রবার সকাল থেকেই তদন্তের কাজে নেমে পড়েছেন।
শুক্রবার দুপুরে মঙ্গলকোট থানায় পৌঁছয় মোট পাঁচ সদসস্যের একটি সিআইডি দল। এছাড়াও সিআইডির সঙ্গে তদন্তের জন্য ঘটনাস্থলে পৌঁছেছেন পাঁচ সদস্যের একটি ফরেনসিক দলও। ইতিমধ্যেই মঙ্গলকোট থানায় পুলিশ আধিকারিকদের সঙ্গে তাঁদের বৈঠক শুরু হয়েছে। দ্রুত হত্যাকাণ্ডের কিনারা করার লক্ষ্যে খুনের ঘটনার সমস্ত কাগজ পত্র হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানা গিয়েছে।
সোমবার রাত সাড়ে সাতটা নাগাদ, কাশেম নগর থেকে নিজের গ্রাম শিউরে ফিরছিল ,লাখুরিয়া তৃণমূল অঞ্চল সভাপতি অসীম দাস। তাঁকে কে বা কারা দাদা বলে ডাকলে সে গাড়ি দাঁড় করায়। এরপর তাঁকে লক্ষ্য করে একটি মাত্র গুলি করা হয় বুকের বাঁ দিকে। তড়িঘড়ি আনা হয় মঙ্গলকোট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। মঙ্গলবার সকালে অসীম দাসের মৃতদেহ কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় ময়না তদন্তের জন্য। এরপর থেকেই চলছে এই খুনের তদন্ত। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ২ জনকে।