কলকাতা: মেট্রো ডেয়ারির (Metro Dairy) শেয়ার সস্তায় বিক্রির মামলায় নয়া মোড়। কংগ্রেস (Congress) নেতা অধীর চৌধুরীর (Adhir Chowdhury) করা জনস্বার্থ (PIL) মামলার তদন্ত করতে প্রস্তুত সিবিআই৷ আদালত নির্দেশ দিলে তারা তদন্ত শুরু করবে বলে কলকাতা হাই কোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে৷ অন্য দিকে, কংগ্রেস নেতা অধীর চৌধুরি, বিজেপি নেতা দিলীপ ঘোষ এই মামলার সিবিআই তদন্ত চেয়েছেন৷
অধীরের অভিযোগ, ‘‘যে সংস্থার কাছে ৪৭% শেয়ার বিক্রি হয়েছে, তারা সস্তায় কেনা সেই শেয়ারের অংশ চড়া দামে অন্য এক সংস্থাকে বিক্রি করেছে।’’ কংগ্রেস সভাপতির অভিযোগ, মেট্রো ডেয়ারির পুরোপুরি বেসরকারিকরণের সময়ে সংস্থা বাছাইয়ে স্বচ্ছতা মানা হয়নি। শুধু রাজনৈতিক কারণে একটি নির্দিষ্ট সংস্থাকে মেট্রো ডেয়ারি পাইয়ে দেওয়া হয়েছে। যার কিছুটা অংশ বিক্রি করে ওই সংস্থা বিপুল মুনাফা করেছে। কিন্তু হাত বদলের মধ্যে কোনও অনিয়ম নেই বলে দাবি করেছিলেন পশুপালন দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ৷ তিনি বলেছিলেন, ‘‘মেট্রো ডেয়ারি ক্লোজড চ্যাপটার। সরকারের শেয়ার নিয়ম-নীতি মেনেই বিক্রি করা হয়েছে।’’
আরও পড়ুন-দেউচা-পাঁচামি কয়লা ব্লকের আর্থিক ক্ষতিপূরণ চূড়ান্ত, কলকাতা টিভি ডিজিটালের এক্সক্লুসিভ রিপোর্ট
এ দিকে আগামী ১৬ ডিসেম্বর চূড়ান্ত শুনানি মেট্রো ডেয়ারি মামলার। তারআগে ১০ ডিসেম্বরের মধ্যে সবপক্ষকে অবস্থান জানানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, “আদালত নির্দেশ দিলে সিবিআইকে তদন্ত করতেই হবে। আদালতে আমি এটাই দাবি করেছিলাম যে পশ্চিমববঙ্গে মেট্রো ডেয়ারির একটা বড় কেলেঙ্কারি হতে চলেছে। কারণ মেট্রো ডেয়ারির যে সরকারি শেয়ার ছিল ৪৭ শতাংশ। সেটা বেসরকারি পুঁজিপতিকে বিক্রি করা হয়েছে সেটা মাত্র ৮৫ কোটি টাকায়। অথচ সেই বেসরকারি সংস্থা কেভেন্টার, যারা রাজ্যের থেকে ৪৭ শতাংশ শেয়ার কিনল। তাঁরা ১৫ শতাংশ সিঙ্গাপুরের সংস্থাকে বিক্রি করে রোজগার করল ১৩৫ কোটি টাকা। স্বাভাবিক ভাবে এই গোটা চুক্তির মধ্যে দুর্নীতির ছায়া রয়েছে। এর সত্যতা জানা উচিত মানুষের।”
অন্য দিকে, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলাপ ঘোষও মেট্রো ডেয়ারি মামলায় সিবিআই তদন্তের দাবি করেছেন৷