বর্ধমান : একটি বিড়াল। কোন ভাবে এক দু ‘তলা বাড়ির কার্নিশে উঠে গিয়েছিল। কিন্তু উঠে গেলেও নামতে পারছিল না। জুড়েছিল চিৎকার। অবশেষে দমকল এসে উদ্ধার করে ওই বিড়ালটিকে।
ঘটনাটি ঘটেছে বর্ধমানের নতুন পল্লী এলাকার স্বপন বন্দোপাধ্যায়ের বাড়িতে। কোনভাবে খেলতে খেলতে স্বপন বাবুর দোতলা বাড়ির কার্নিশে উঠে যায় বেড়ালটি। কিন্তু নামার আর রাস্তা খুঁজে পায়নি। ফলে, রবিবার থেকে টানা রোদ, জল, বৃষ্টিতে ওখানেই আটকে থেকে।
আরও পড়ুন – International Dog Day 2021: কুকুর নাকি স্বপ্নও দেখে
বিড়ালটিকে ওই অবস্থায় দেখে এলাকাবাসী দমকলে খবর দেয়। তৎক্ষণাৎ দমকলের একটি ইঞ্জিন এসে পৌঁছায় ঘটনাস্থলে। দীর্ঘ কুড়ি মিনিট ধরে চেষ্টা করে সোমবার বিড়ালটিকে উদ্ধার করে দমকল।
ভয় পেয়ে কেবিলের তারে ঝুলছে বিড়াল
তবে, ওই একরত্তি বিড়াল উদ্ধার করা মোটেও সহজ ছিল না। প্রথমে এক দমকল কর্মী কোমরে দড়ি বেঁধে ছাদ থেকে কার্নিশে নামেন। কোনওক্রমে ধরেও ফেলেন বিড়ালটিকে।
আরও পড়ুন – রাজার থেকেও বুড়ো বাঘ বেঙ্গলি
কিন্তু দমকলকর্মীকে ভয় পেয়ে যায় বিড়াল। ফলে তাঁর হাত ফসকে অখান থেকে লাফ দেয়। কিন্তু মাটিতে পড়ে না। বরং প্রাণ ভয়ে একটা কেবিলের তার আঁকরে ধরে। সেটা ধরেই ঝুলতে থাকে।
বিপদ বুঝে তলায় চট ধরেন দমকল কর্মীরা। উপর থেকে তারে ঝাঁকুনি দেওয়া হয়। ব্যালান্স হারিয়ে নীচে চটের উপর পরে বিড়ালটি। আর তার পরেই ম্যাও ডেকে মুহূর্তেই গায়েব হয়ে যায় সেখান থেকে।