পূর্ব বর্ধমান: গাড়ির ধাক্কায় বিদ্যুতের তার ছিঁড়ে মারা গেলেন এক ব্যাক্তি। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্বস্থলীর মাদ্রা গ্রামে। এলাকাবাসীরা প্রশ্ন তুলেছেন এই ঘটনায় বিদ্যুৎ দফতরের ভুমিকা নিয়ে। তদন্তে নেমেছে নাদন ঘাট থানার পুলিশ।
মৃতের নাম অরুণ দাস। গতকাল রাতে একটি কন্টেনার গাড়ি দোগাছিয়া থেকে পারুলিয়ায় যাচ্ছিল। মাদ্রার কাছে আসতেই বিদ্যুতের তার ছিঁড়ে দুর্ঘটনা ঘটে। রাস্তার ধারে তিনজন বসে গল্প করছিলেন। হঠাৎই বিদ্যুতের তারটি ছিঁড়ে যায় গাড়ির ধাক্কায়। এরপর অরুনের গায়ে ওই তারটি ছিঁড়ে পড়ে। তারটি কোনও রকমে কাঠ দিয়ে সরিয়ে তাঁকে স্থানীয় চাঁদপুর হাসপাতালে নিয়ে আসে স্থানিয়রা। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
স্হানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাস্তা উঁচু হওয়ায় তারগুলো ক্রমশই নিচু হয়ে গিয়েছে। তাছাড়াও রয়েছে ওভারলোডিংয়ের সমস্যা। দীর্ঘদিন ধরেই বিদ্যুৎ দফতরে জানানো হয়েছে বলে অভিযোগ। এই রকম দুর্ঘটনা আগেও ঘটেছে তার পরেও সমস্যার সমাধান হয়নি। স্থানীয় বিধায়ক তপন চ্যাটার্জি ঘটনাস্থলে পৌঁছলে তাঁকে ঘিরে অভিযোগ জানায় এলাকাবাসী। তিনি আশ্বাস দেন দ্রুতই এই সমস্যার সমাধান করা হবে। ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে নাদনঘাট থানার পুলিশ ।