ভাঙন অব্যাহত কেতুগ্রামে। শনিবারের পর রবিবার ফের পদ্ম ছেড়ে ঘাসফুলে যোগ দিলেন ১৫০০। কেতুগ্রাম ১ ব্লকের এর ২৫০০ এর পর রবিবার কেতুগ্রামের ২ নম্বর ব্লকের ১৫০০ জন বিজেপি কর্মী যোগ দেন তৃণমূলে।
আরও পড়ুন কফিনবন্দী দানিশ এসে পৌঁছলেন দেশে
১৪ থেকে ১৫ টি গ্রামের প্রায় ১৫০০ বিজেপি কর্মীরা এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লেখান । তাঁদের মধ্যে অনেকেই ছিলেন বিজেপির মন্ডল সভাপতি, বুথ সভাপতি ও সাধারণ সম্পাদক। এদিন এলাকার তৃনমূলের বিধায়ক শেখ সাহানয়াজের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন তৃণমূলে যোগদানকারীরা। আপাতত মোট ৪০০০ কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন কেতুগ্রাম থেকে। এমনটাই জানান বিধায়ক।
আরও পড়ুন ‘দিদি ও দিদি’র পাল্টা কি ‘দাদা ও দাদা?’ মোদির বিরুদ্ধে সংসদে এককাট্টা হচ্ছে বিরোধীরা
বিধানসভা ভোটের ফল বেরোনোর পর থেকেই একের পর এক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারীর সংখ্যা ক্রমে বেড়েই চলেছে। এই বিষয়ে দলত্যাগীদের গলায় শোনা যাচ্ছে একই অভিযোগ। তাঁদের একাংশের দাবি, বিজেপি করে কোন লাভ নেই, এমনকি ভোট মিটে যেতেই আর কোনও খোঁজ নেয়নি বিজেপির নেতারা। তাই ভুল করেছিলাম। মুখ্যমন্ত্রীর উন্নয়নের সামিল হতে আমরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলাম’। এই বিষয়ে বিধায়ক শেখ সাহানয়াজ জানান, সামনের লোকসভা নির্বাচনে বিজেপির আর কোনও কর্মীকে খুঁজে পাওয়া যাবে না।’
আরও পড়ুন টোকিও অলিম্পিকের শর্তাবলী