পুরুষদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের শেষ ১৬ তে পৌঁছে গেলেন ভারতের আকাশ কুমার। তিনি লড়াই করছেন, ৫৪ কাজি বিভাগে। এআইবিএ পুরুষদের বিশ্ব বক্সিং প্রি-কোয়ার্টার ফাইনালে জার্মানির প্রতিপক্ষ ওমর সালাহ ইব্রাহিম অসুস্থ হয়ে পড়েন। তিনি বাধ্য হন ভারতীয় বক্সার আকাশকে ওয়াক ওভার দিতে।পুয়ের্তো রিকোর কালেব টিরাডোর সঙ্গে এরপর লড়াইয়ে নামবেন আকাশ। এশিয়ান চ্যাম্পিয়ন সঞ্জীত (৯২ কেজি) প্রি-কোয়ার্টার ফাইনালের লড়াই জিতলেন। তিনি হারালেন, রাশিয়ান আন্দ্রেই স্তোতস্কি।
আরও পড়ুন:পাকিস্তানকে সাপোর্ট করে লকআপে, ২২ বছর আগের চিপকের স্মৃতি উষ্কে দিল বিতর্ক
এআইবিএ পুরুষদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে শুক্রবার দিনটি শুরু হয়েছিল আকাশের লড়াই দিয়ে। সকালে তাঁর প্রতিপক্ষ ওজন পরীক্ষা করতেই আসতে পারেননি, অসুস্থ বোধ করেন। ভারতের হাই পারফরম্যান্স ডিরেক্টর সান্তিয়াগো নিভা এই প্রসঙ্গে বলেছেন, ‘অনেকটা আমাদের বারিন্দর সিংয়ের সমস্যার মতো ঘটেছে। সেবার আমরা ভুক্তভুগী ছিলাম। এবার আমাদের পক্ষে গেছে ইস্যুটা’।বারিন্দর সিং ৬০ কেজি বিভাগের লড়াইয়ে নামতে পাড়েননি, প্রবল জ্বরে আক্রান্ত হয়েছিলেন। পরে তাঁর কোভিড-১৯ টেস্ট করা হলে তা নেগেটিভ হয়।
??????? ??? ???? ?
Some glimpses from day 4️⃣ of the AIBA Men's World Boxing Championships 2021?#MensWorldChampionships#aibawchs2021#boxing pic.twitter.com/1LtdbdrIwL
— Boxing Federation (@BFI_official) October 29, 2021
আগেরদিন ৬৭ কেজির লড়াইয়ে ভারতের আকাশ সাঙ্গওয়ান ৪-১ পয়েন্টে হারান জার্মানির ডানিয়েল ক্রোত্তারকে। তিনি পৌঁছে গেছেন শেষ ১৬ তে। ২১ বছরের সাঙ্গওয়ান এরপর লড়াইয়ে নামবে কিউবার বক্সার কেভিন ব্রাউনের সঙ্গে।
শনিবার, ৫ বারের এশিয়ান পদক জয়ী শিবা থাপা (৬৩.৫ কেজি)রিংয়ে নামছেন।
ফাইল চিত্র