বিষ্ণুপুর : দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানা এলাকার এক ভাড়া বাড়ি থেকে মুম্বইয়ের এক যুবকের মৃতদেহ উদ্ধার। ঘটনায় যুক্ত বাকি সকলে পলাতক। চাঞ্চল্য এলাকাজুড়ে। তদন্তে নেমেছে বিষ্ণুপুর থানার পুলিশ।
বিষ্ণুপুরের রামদেবপুর হাটবেরিয়ার বাসিন্দা কল শেখ নামে এক ব্যক্তি মমতাজ বিবির একটি ঘর ভাড়া নিয়েছিলেন। জানা গিয়েছে কল শেখ বিভিন্ন ধরনের নেশারদ্রব্য বিক্রি করতো। তার এই অবৈধ ব্যবসার জন্য বিভিন্নভাবে সাহায্য এবং নেশার জিনিস এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যেত বেশ কিছু অপরিচিত যুবক। যারা প্রধানত মেদিনীপুর-সহ আশেপাশের জেলার বাসিন্দা। এই ভাড়া বাড়িতে এসে তারা মাঝে মধ্যেই রাত কাটাতো বলেও জানা গিয়েছে।
অভিযোগ এই সব যুবকদের মতই অপরিচিতদের এক যুবককে মঙ্গলবার স্থানীয় বাসিন্দারা ওই বাড়িতে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। ফলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। উদ্ধার হওয়া যুবকের মাথায়,পিঠে বড় ক্ষতের পাশাপাশি সারা শরীরেই আঘাতের চিহ্ন দেখতে পেয়ে প্রত্যক্ষদর্শীরা পুলিশে খবর দেয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
আরও পড়ুন – মঙ্গলকোটে তৃণমূল নেতা খুনের গ্রেফতার আরও এক, সিআইডির জালে মোট ৭
পুলিশের প্রাথমিক ধারণা ওই যুবককে ভারী কিছু দিয়ে পিটিয়ে মারা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত ওই যুবক মুম্বাইয়ের বাসিন্দা। নাম রাজেশ মন্ডল ওরফে রাজা। আনুমানিক বয়স ২৬ বছর। তবে, কেন মুম্বাইয়ের ঐ যুবক বিষ্ণুপুরের ভাড়া বাড়িতে রাতে ছিল সেই বিষয়ে কিছু জানা যায়নি।
আরও পড়ুন – চাল নিয়ে বচসার জেরে বাবাকে কুপিয়ে খুন, অভিযোগ ছেলের বিরুদ্ধে
এই ঘটনার সঙ্গে আন্তঃরাজ্য মাদক পাচার চক্র যুক্ত কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্তকারী অফিসার সমস্ত দিক গুলিই খতিয়ে দেখছেন। অন্যদিকে, অবৈধ নেশা দ্রবের কারবারের বিষয় জানা সত্ত্বেও মাদক ব্যবসা করতে দেওয়ার কারণে ওই বাড়ির মালকিন মমতাজ বিবিকে আটোক করেছে পুলিশ। এছাড়াও ভাড়াটে কল শেখের স্ত্রীকেও এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। কল শেখ-সহ ওই বাড়িতে থাকা বাকি যুবকদের খোঁজে তল্লাশি শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ।