দুর্গাপুর: স্ত্রীকে খুনের অভিযোগে ধৃত ব্যাঙ্ক ম্যানেজারকে নয় দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। শনিবার ধৃতকে পুলিশ হেফাজত থেকে পুনারায় আদালতে তোলা হয়। সেই শুনানিতেই জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
গত রবিবার ব্যাংক ম্যানেজার বিপ্লব পারিয়াদ কুকুরের বেল্ট দিয়ে স্ত্রীর শ্বাসরোধ করে খুন করার পর কাঁকসা থানায় আত্মসমর্পণ করেন। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের কাঁকসার বামুনাড়ায় এলাকার ঘটনা। গত সোমবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পাঁচ দিনের পুলিশি হেফাজতের পর শনিবার ফের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।
আরও পড়ুন- কোভিড পরিস্থিতিতে অনলাইনে বিয়ের রেজিস্ট্রেশন, সিদ্ধান্ত কেরল সরকারের
ধৃত ব্যাঙ্ক ম্যানেজারকে নিয়ে গত বৃহস্পতিবার কাঁকসা থানার পুলিশ বামুনাড়ার ফ্ল্যাটে ঘটনার পুনর্নির্মাণ করে। বিপ্লবের বিরুদ্ধে মৃত স্ত্রী ঈপ্সিতা প্রিয়দর্শনীর বাবা টাকার জন্যই মেয়েকে খুনের অভিযোগ করেন। অভিযোগ অস্বীকার করেন ধৃত ব্যাঙ্ক ম্যানেজার।
আরও পড়ুন-‘৯/১১’, ‘পশ্চিমী চাপেই’ বাতিল হল তালিবান সরকারের উদ্বোধনী অনুষ্ঠান
বিপ্লব জানান, তিনি ওড়িশার কটকের বাসিন্দা। ২০১৯ সালে কটকের বাসিন্দা ইপ্সার সঙ্গে তাঁর বিয়ে হয়। কর্মসূত্রে তাঁরা পশ্চিম বর্ধমানের একটি ভাড়া বাড়িতে থাকতেন। কিন্তু বিয়ের পর থেকেই অশান্তি লেগেই থাকত তাঁদের মধ্যে।