কলকাতা: শনিবার দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়৷ এই খবর প্রকাশ পেতেই তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে৷ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মতামত দিতে শুরু করেছেন৷ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বিজেপিতে বড় যন্ত্রণার মধ্যে ছিলেন বাবুল সুপ্রিয়৷ সেই যন্ত্রণা থেকেই বিজেপি ছেড়েছেন৷’
দিন কয়েক আগেও বাবুলকে কড়া আক্রমণ করেছিলেন কুণাল ঘোষ৷ ‘ধান্দাবাজ’ থেকে শুরু করে একাধিক ভাষায় আক্রমণ করেছিলেন তিনি৷ কিন্তু, তৃণমূলে যোগ দিতেই বক্তব্য পাল্টে গেল কুণালের৷ শুধু তাই নয়, দল বদলের পর বাবুলকে রাজ্য বিজেপির আক্রমণের পাল্টা জবাব দিলেন কুণাল৷ তিনি বলেন, ‘ ভোটের যখন দল বদলুদের জন্য চাটার্ড ফ্লাইট আসছিল তখন বিজেপির নীতি-আদর্শ কোথায় ছিল?’
It gives us immense joy to welcome the former Union Minister and sitting MP from Asansol, @SuPriyoBabul, into the Trinamool family.
He joined us today in the presence of our National General Secretary @abhishekaitc and RS MP @derekobrienmp.
Moments from the day 👇 pic.twitter.com/vxS9F4yTxw
— All India Trinamool Congress (@AITCofficial) September 18, 2021
এদিকে বিজেপি ছেড়ে তৃণমূলে আসার জন্য কোনও রকম অনুশোচনা নেই বলেও খোলসা করলেন বাবুল ৷ আজই আসানসোলের এই বিজেপি সাংসদ বিজেপি থেকে তৃণমূলে যোগ দেন বাবুল ৷ তার পরই বাবুলের স্পষ্ট স্বীকারোক্তি, “সিদ্ধান্ত বদল করে আমি গর্বিত ৷”
অগস্টের শুরুতে ফেসবুক পোস্টে বাবুল দাবি করেন, রাজনৈতিক কোনও অনুষ্ঠানে বা দলীয় কর্মসূচিতে তিনি থাকবেন না। সাংসদ হিসেবে আসানসোলের উন্নতিতে কাজ চালিয়ে যাবেন।
Today, in the presence of National General Secretary @abhishekaitc and RS MP @derekobrienmp, former Union Minister and sitting MP @SuPriyoBabul joined the Trinamool family.
We take this opportunity to extend a very warm welcome to him! pic.twitter.com/6OEeEz5OGj
— All India Trinamool Congress (@AITCofficial) September 18, 2021
তার আগে ৩১ জুলাই শনিবার বিকালের পর থেকে বাবুলের ফেসবুক পোস্টে শুরু এবং শেষে লেখেন, চললাম অলবিদা৷ তার পরই বাবুলের রাজনীতিকে বিদায় জানানো নিয়ে চর্চা শুরু হয়। ওই পোস্টে তিনি স্পষ্ট করে জানিয়ে দেন যে বাম, কংগ্রেস বা তৃণমূলের মতো কোনও দলে তিনি যাচ্ছেন না। তেমন কোনও প্রস্তাব তাঁকে কেউ দেয়নি।