খেতাব জয়ের খরা কাটল ৪৪ বছর পর! নিজেদের দেশের কোর্টে, ১৯৭৮ সালে ক্রিস্চিয়ান ও’নিলের পর প্রথম অজি প্লেয়ার হয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন অ্যাশলে বার্টি। আমেরিকান প্রতিদ্বন্দ্বী ড্যানিয়েল্লে কলিন্সকে স্ট্রেট সেটে ৬-৩, ৭-৬ (২) হারালেন। এইমূহুর্তে বিশ্বের এক নম্বর মহিলা সিঙ্গলস তারকাটি ফাইনাল ম্যাচটি জিততে সময় নিলেন এক ঘন্টা ২৭ মিনিট। গত বছর সেমিফাইনালে হেরে সেরার স্বপ্নভঙ্গ হলেও, এ বার ট্রফি বার্টির হাতেই উঠল।
আরও পড়ুন: Weather Update: জাঁকিয়ে শীত বঙ্গে, দু’দিনে তাপমাত্রা নামল ৫ ডিগ্রি
প্রথম সেটটি দাপটে ৬-৩য়ে জিতে এগিয়ে গেলেও, পরের সেটে ১-৫য়ে পিছিয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যে ছন্দে ফেরেন।টাইব্রেকারে টেনে নিয়ে গিয়ে জিতে নিলেন সেট আর ম্যাচ।বিশ্বের ২৭ নম্বর ড্যানিয়েল্লে কলিন্সের মাঝপর্বের লড়াই কাজে লাগেনি।
SHE'S DONE IT ?????@ashbarty becomes the first Australian to win the #AusOpen Women's Singles title since 1978!! pic.twitter.com/2eYzyNVw0n
— wta (@WTA) January 29, 2022
২০১৯ সালে ফ্রেঞ্চ ওপেন, গতবারের উইম্বলডনের খেতাব জেতার পর ২৫ বছরের বার্টির এটি তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জয়। তিন ধরনের কোর্টে খেলে খেতাব জয়ের এমন নজির ছিল-সেরেনা উইলিয়ামসের। একটিও সেট না খুইয়ে নিজের তৃতীয় স্ল্যাম জিতলেন বার্টি। বিশ্বের ২৭ নম্বর তারকা ড্যানিয়েলকে ৩২ মিনিটে হারিয়ে প্রথম সেট জেতার পর মনে হচ্ছিল সহজেই বার্টি এবার খেতাব জিতে যাবেন। কিন্তু রুখে দাঁড়ান মার্কিন তারকা।কলিন্সের পাওয়ার প্লে কিন্তু টলাতে পারেনি বার্টিকে।
Backstage with some amazing Aussie tennis legends, Evonne Goolagong Cawley, Chris O’Neil, Judy Dalton and the one and only @ashbarty – who did something special tonight! pic.twitter.com/w3XinXWdHG
— Rod Laver (@rodlaver) January 29, 2022
দ্বিতীয় সেটে শুরুতেই বার্টির সার্ভ ব্রেক করে ০-২ এগিয়ে কলিন্স বুঝিয়ে দেন, বিনা যুদ্ধে তিনি আর মানবেন না। একের পর এক পয়েন্ট নিতে নিতে একসময় দ্বিতীয় সেটে ৫-১ এগিয়েও যান কলিন্স। মনে হচ্ছিল হয়তো ফাইনালেই নিজের প্রথম সেটটি খোয়াবেন বার্টি। এরপরই বার্টি বুঝিয়ে দেন- তিনি কেন বিশ্বের এক নম্বর তারকা । অদ্ভুত লড়াকু মানসিকতার পরিচয় দেখিয়ে ৫-৫ সমতায় ফেরেন বার্টি।
??@ashbarty • #AusOpen • #AO2022 pic.twitter.com/h4Xpt62VIp
— #AusOpen (@AustralianOpen) January 29, 2022
এরপর সেট টাই ব্রেকারে পৌঁছলে, কলিন্সকে আর ম্যাচে ফিরে আসার সুযোগ দেননি বার্টি। ৭-২ স্কোরে টাইব্রেক জিতে খেতাব নিয়ে নেন নিজের দখলে।তাঁর আর ড্যানিয়েল্লে কলিন্সের মধ্যে এই নিয়ে ৫টি সাক্ষাৎকারে ৪টিতে জিতলেন অজি তারকাটি।
ছবি: সৌ টুইটার।