শিলিগুড়ি: শিলিগুড়ি পুরভোটে মনোনয়নপত্র জমা দিলেন প্রবীণ বাম নেতা অশোক ভট্টাচার্য। শুক্রবার শিলিগুড়ির সিপিএমের দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবন থেকে ১৫ জন বাম মনোনীত প্রার্থীকে নিয়ে শিলিগুড়ির বর্ষীয়ান নেতা তথা পুরসভার প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য মহুকুমা শাসকের কাছে গিয়ে মনোনয়নপত্র জমা দেন। যেহেতু তিনটের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হয়, তাই আজ প্রত্যেকের মনোনয়নপত্র জমা দেওয়া যায়নি বলে অশোকবাবু জানান।
মনোনয়নপত্র জমা দিয়ে অশোকবাবু বাস্তবিক খুশি। সেকথা তাঁর অভিব্যক্তি দেখেই বোঝা গিয়েছে। অশোকবাবু বলেন, রাজনৈতিক লড়াই চিরকালই কঠিন। তবে তিনি পুরভোটে জিততে বদ্ধপরিকর। শিলিগুড়িতে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা নিয়ে তিনি জানান, প্রাথমিকভাবে কংগ্রেসের সঙ্গে কথা হলেও তা সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয়নি। কংগ্রেসের সঙ্গে কথা হয়েছিল, প্রত্যেক দলের জেতা আসনগুলিতে তারাই প্রার্থী দেবে। সেজন্য গতবারের কংগ্রেসের জেতা চারটি আসনে বামফ্রন্ট এখনও প্রার্থী দেয়নি। আলোচনার মাধ্যমে সমঝোতা চূড়ান্ত না হলে ওই চারটি আসনে নিয়ে আবার চিন্তা-ভাবনা করবে সিপিএম।