দুটি অত্যাধুনিক পিস্তল, দুটি ম্যাগাজিন সহ ১৯ রাউন্ড তাজা কার্তুজ সমেত এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বীরভূমের মহম্মদবাজার থানার মালাগাঙ গ্রামে। ধৃত যুবকের নাম উজ্জ্বল বাগদি। পুলিশ জানিয়েছে, তাঁর বাড়ি মহম্মদবাজার এলাকায়।
আরও পড়ুনঃ ‘বাইকে আগুন’ দিয়ে প্রতিবাদ
বিশ্বস্ত সূত্রে আগেই খবর ছিল। সেই মত অভিযান চালিয়ে মিলেছে সাফল্য। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টা নাগাদ একটা ফোন কল আসে মহম্মদবাজার থানার পুলিশের কাছে। পরিচয় গোপন রেখে পুলিশকে সে জানায় মাঝরাতে এলাকায় আগ্নেয়াস্ত্র পাচার করা হচ্ছে। সেই মত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। চেক করার সময় ওই দুষ্কৃতীর কাছে একটি ব্যাগ থেকে উদ্ধার হয় অত্যাধুনিক সব অস্ত্রশস্ত্র। ব্যাগটি বাজেয়াপ্ত করে পুলিশ। ব্যাগ থেকে একটি নাইন এম এম পিস্তল ও তার ৬ টি গুলি এবং এবং একটি অত্যাধুনিক সেভেন এম এম পিস্তল ও তার ১৩ রাউন্ড গুলি এবং দুটি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুনঃ ভুয়ো পরিচয়পত্র সমেত গ্রেফতার ২
এই ঘটনায় কারা কারা জড়িত, ওই ব্যক্তির কাছে এত বেআইনি অস্ত্রশস্ত্র এল কীভাবে তা নিয়ে তদন্ত শুরু করেছে মহম্মদবাজার থানার পুলিশ। ওই ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃতকে বৃহস্পতিবার সিউড়ি সদর কোর্টে তোলা হয়। তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।