সিনেমা থেকে সিরিয়াল চুটিয়ে কাজ করছে অভিনেতা আরিয়ান। অনেক ছোট থেকেই টলিউডের কাজ শুরু করেছিলেন এই অভিনেতা। টলিউডের পাশাপাশি বলিউডের ছবিতেও তাঁকে দেখা যায়। এই মুহূর্তে ‘তিতলি’ সিরিয়ালের শ্যুটিংয়ের কাজ নিয়ে ব্যস্ত তিনি। এর মধ্যেই জানালেন, অজয় দেবগনের সঙ্গে ‘ময়দান ‘ ছবির কাজ বন্ধ রয়েছে, কারণ অবশ্যই লকডাউন। এই বলিউড ছবির বেশকিছু অংশর শ্যুটিং এখনো বাকি আছে। একেতো কোভিড তার উপর অতি বৃষ্টির জন্য সেট নষ্ট হয়ে গিয়েছিল। তবে এখন অবস্থার উন্নতি হয়েছে। তাই প্রযোজনা সংস্থা থেকে জানানো হয়েছে এই বছরের শেষের দিকে ছবির শ্যুটিং শুরু হবে। এছাড়াও ‘কাকাবাবুর প্রত্যাবর্তন ‘ ছবি মুক্তির ঘোষণা হয়েই গেছে। গত বছরই ছবি মুক্তির কথা ছিল, তবে অতিমারির জন্য সব ওলটপালট হয়ে গেছে। তবে এই পুজোয় আশা করছি ছবি মুক্তি পাবে।
এই বছর অনেক ছবি একসঙ্গে মুক্তি পাওয়ার কথা, ‘কাকাবাবুর প্রত্যাবর্তন ‘ এর ব্যবসা নিয়ে কতোটা চিন্তিত। এর উত্তরে তিনি বলেন, ” কাকাবাবুর প্রত্যাবর্তন এর নির্দিষ্ট দর্শক আছে, তাই ছবি নিয়ে চিন্তিত নই, এই ছবিতে চমক ও অনেক বেশী। আমরা সাউথ আফ্রিকা গিয়ে শ্যুট করেছিলাম।”
এখনতো ওটিটি র রমরমা কোন ওয়েব করার কথা চলছে কী? এর উত্তরে আরিয়ান জানান, ‘তিতলি’ মেগা সিরিয়ালের লিড চরিত্র করছেন, সিরিয়ালের বেশ জনপ্রিয়তা পেয়েছে। তাই ইচ্ছে থাকলেও এখনি উপায় নেই।
তবে আরিয়ানের মতে লকডাউনের সময় সিরিয়ালের কাজ হয়েছে রেগুলার। এতে টলিউডের শিল্পী ও কলাকুশলীদের সুবিধা হয়েছে। ‘ময়দান ‘ ছবিতে অভিনয়ের জন্য আবার তৈরি হচ্ছেন আরিয়ান । কারণ ছবির শ্যুটিংয়ে গ্যাপ হলেও চরিত্রের লুকের কনটিনিউটি রাখতে হয়।