তীরন্দাজ বিশ্ব কাপ স্টেজ ওয়ানে তরুণদীপ রাই – রিধি ফোর মিক্সড জুটি সোনার পদক জিতলেন। লড়াই শুরু হতে ভারতীয় জুটি পিছিয়ে ছিল। কিন্তু চোয়াল শক্ত করা লড়াই চালিয়ে, শেষ পর্যন্ত গ্রেট ব্রিটেন দলকে হারিয়ে খেতাব জিতে নেয়।
দুবারের অলিম্পিকে খেলার অভিজ্ঞতা থাকা রাই এই প্রথমবার হরিয়ানার টিনএজার রিধিকে নিয়ে খেলতে নেমেছিলেন। এই ভারতীয় জুটি দুবার ম্যাচে পিছিয়ে পড়েছিল। কিন্তু না হারার মানসিকতা নিয়ে খেলে ৫-৪ গেমে জিত যান।
Archery World Cup 2022: Tarundeep Rai, Ridhi clinch recurve mixed team gold in thrilling final
Read @ANI Story | https://t.co/h0UKc7gcBc#ArcheryWorldCup #TarundeepRai #Ridhi pic.twitter.com/ej8dLhngXN
— ANI Digital (@ani_digital) April 24, 2022
বছরের শুরু হল এই টুর্নামেন্ট দিয়ে।আর ভারত দুটি সোনা দিয়ে শুরু করে দিল। আগেরদিন ( শনিবার) কম্পাউন্ড পুরুষদের দল সোনা জিতে নিয়েছিল। সেই দলে ছিল, অভিষেক ভার্মা, রজত চৌহান, অমর সাইনি।
Two golds for India in THIS major archery event.
Historic moment indeed #Archery #India #ArcheryWorldCup pic.twitter.com/Yqdx5MMkh1— Sports Today (@SportsTodayofc) April 24, 2022
এই প্রথমবার মিক্সড দলের হয়ে ৩৮ বছরের রাই খেলতে নেমেছিলেন। এবং ২০১০ সালে গুয়াংঝাউ এশিয়ান গেমসে রুপোর পদক জিতেছিলেন। আর ১৭ বছরের রিধি এই প্রথম বার বিশ্বকাপে খেলতে নেমেছিলেন। এবং সোনার পদক দিয়ে শুরু করলেন।
A tremendous performance gives India the gold medal in Antalya ?#ArcheryWorldCup pic.twitter.com/iHBDmtewxQ
— World Archery (@worldarchery) April 24, 2022
এই জুটির লড়াকু মানসিকতার তারিফ করতে হয়। এই জুটি দুবার পিছিয়ে পড়েছিল।দুবারই দুটো ৯ পয়েন্ট হিট দিয়ে ম্যাচে লিড নিয়ে নেন। টাইব্রেকারে ব্রিটেন জুটি ৯ আর ৮ স্কোর করায় ভারতীয় জুটির কাছে হেরে যায়।
ছবি: সৌ টুইটার।