ফিল্ম সার্টিফিকেশনে আরো কড়াকড়ি হতে পারে। সিনেমাটোগ্রাফ আইনে বদল আনার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার। এ ব্যাপারে জনসাধারণের কি মতামত তা জানতে চেয়েছে কেন্দ্রীয় সরকার। এমনকি ডিজিটাল মিডিয়ায় মুক্তি পাওয়া ছবি বা ওয়েব সিরিজৈর ক্ষেত্রেও এবার এই নতুন সার্টিফিকেশন চালু হবে। U ও UA, A-র পাশাপাশি আরো কতগুলো সাব-ক্যাটাগরি আসতে চলেছে দর্শকদের জন্য। কেন্দ্র ২ জুলাইয়ের আগে এই সংশোধনী বিলের ব্যাপারে সকলের মতামত চেয়েছে।
আরও পড়ুন: ‘খিলাড়ি’র ‘দ্য এন্ড’
UA সার্টিফিকেটকে আরো কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে। যেমন, U/A 7+, U/A 13+, এবং U/A 16+। এর সঙ্গে থাকছে ‘A’ । বর্তমানে U ক্যাটাগরির ছবির জন্য কোন বয়সের বাধা-নিষেধ নেই। কিন্তু UA-এর ক্ষেত্রে ১২ বছরের উর্ধ্বে বাচ্চারা বাবা-মা বা অভিভাবকদের সঙ্গে দেখতে পারবেন সেই ছবি। যদি এই নতুন বিল পাস হয়, তাহলে কেন্দ্রীয় সরকার দেশের সার্বভৌমত্ব অখণ্ডতার কথা মাথায় রেখে কোন বিশেষ রাজ্যের সম্মান ও নিরাপত্তার খাতিরে ও প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য এমনকি শালীনতা বজায় রাখার জন্য, মানহানি আটকানোর ক্ষেত্রে যে কোন ছবির উপর বিধিনিষেধ আরোপ করতে পারবে। এছাড়া এই নতুন আইনে পাইরেসি আটকানোর উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।