কলকাতা: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণ ও সংযুক্তিকরণের বিরুদ্ধে ফের পথে নামল অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসারস কনফেডারেশন৷ প্রায় এক মাস ধরে আন্দোলন চালিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে তারা৷ মূলত, চলতি মাসের শেষে সংসদের শীতকালীন অধিবেশন শুরুর দিনেই দেশজুড়ে প্রতিবাদ-আন্দোলন করা হবে৷ সংগঠনের রাজ্য সম্পাদক বলেন, ‘ব্যাঙ্ক বেসরকারিকরণ ও সংযুক্তকরণের বিরুদ্ধে ধর্মঘট ও অবরোধ গড়ে তুলবো আমরা।’
বৃহস্পতিবারও প্রায় ২৫০ জন ব্যাঙ্ক অফিসার শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে প্রতিবাদ সভার আয়োজন করেন৷ ব্যাঙ্ক বেসরকারিকরণ ও সংযুক্তিকরণ সহ কেন্দ্রের একাধিক জনবিরোধী নীতির বিরুদ্ধে পথ চলতি সকলকে প্রতিবাদ আন্দোলন সামিল হওয়ার আহ্বান করা হয়৷ সংগঠনের রাজ্য সম্পাদক সঞ্জয় দাস বলেন, ‘ আমরা সংসদের বর্ষাকালীন অধিবেশনেই আন্দোলন শুরু করতাম৷ নানা কারণে তা পিছিয়ে যায়৷ তবে, কোনও ভাবেই শীতকালীন অধিবেশন ছাড়া যাবে না৷ এই শীতকালীন অধিবেশনের শুরুতেই আমরা দেশব্যাপী যাত্রা শুরু করছি। ব্যাঙ্ক সেক্টর সংক্রান্ত কোনও জনবিরোধী বিল সরকার আনলে তার বিরুদ্ধেও প্রতিবাদ জানানো হবে৷’
আরও পড়ুন-পরিসর বৃদ্ধি প্রসঙ্গে বিএসএফের বিরুদ্ধে ‘আপত্তিকর’ মন্তব্য, অপর্ণা সেনকে আইনি নোটিস
সঞ্জয় দাসের আরও দাবি, ‘আমরা শুধু ব্যাঙ্ক বিক্রির বিরুদ্ধে লড়ছি না৷ সমস্ত সরকারি সংস্থা বিক্রির বিরুদ্ধে প্রতিবাদ করছি। আমাদের এই ‘ভারত যাত্রা’ ভারত ভাগের জন্য নয়, দেশের অর্থনীতির সুরক্ষার লড়াই। আমাদের আন্দোলনে সাধারণ মানুষের সাড়া পাচ্ছি৷’