শিলিগুড়ি: আবারও অফিসার সেজে প্রতারণার ঘটনায় ধরা পড়ল দু’জন। কিসানগঞ্জ জেলা আদালতের অ্যাডিশনাল সেশন জজ এবং অকশন অফিসার হিসেবে পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতেই শিলিগুড়ি পুলিশের গোয়েন্দা বিভাগ সমীরকুমার দুবে ও তার সহকারী ফায়েক আলমকে গ্রেফতার করেছে।
সমীরকুমার দুবে নামে ধৃত ওই ব্যক্তি নিজেকে কিসানগঞ্জ আদালতের অ্যাডিশনাল সেশন জজ হিসেবে পরিচয় দেওয়ার পাশাপাশি সে নিজেকে অকশন অফিসার হিসেবেও পরিচয় দেয়।পুলিশের বাজেয়াপ্ত করা গাড়ি অকশনের বরাত পাইয়ে দেওয়ার নাম করে শিলিগুড়ির ৩ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৯১ লাখ টাকা প্রতারণার অভিযোগে রয়েছে তার বিরুদ্ধে।
শিলিগুড়ির তিন ব্যবসায়ীর কাছ থেকে ৪৫ লাখ, ৪১ লাখ এবং পাঁচ লাখ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সাল থেকে কিসানগঞ্জে আরও পাঁচটি প্রতারণার মামলা রয়েছে ধৃতের বিরুদ্ধে।