সোনারপুর: স্বাধীনতা দিবসের দিন ছেঁড়া হল জাতীয় পতাকা। স্বাধীনতা দিবস উদযাপনকে কেন্দ্র করে দু’দল আবাসিকের মধ্যে গন্ডগোল। আর সেই গণ্ডগোলের জেরেই টেনে ছিঁড়ে ফেলা হল জাতীয় পতাকা। ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার নোবেল গেট রোড এলাকার এক আবাসনে।
আরও পড়ুন- কাশ্মীরে জাতীয় পতাকা উত্তোলন করলেন জঙ্গিনেতা বুরহানের বাবা
অভিযোগ ওই আবাসনের আবাসিক নিখাদ খান ও তার স্বামী এম ডি আরফ খান এবং আরও এক আবাসিক স্বাতি ভট্টাচার্য মিলে ওই আবাসনের বাকি আবাসিকদের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ভুন্ডুল করার পরিকল্পনা করেছিল। অনুষ্ঠানের সময় তাঁরা বাইরে থেকে লোকজন নিয়ে এসে হামলা চালায়। আবাসনের বাকি বাসিন্দা এবং তাঁদের মধ্যে হাতাহাতি ও বেধে যায়।
আরও পড়ুন- স্বাধীনতার ৭৫ বছরে ভিক্টোরিয়ার শীর্ষে উড়ল ৭৫০০ বর্গফুটের জাতীয় পতাকা
ঘটনার খবর পেয়ে সোনারপুর থানার পুলিশ ঘটনস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়। পূর্ব পরিকল্পিত ভাবে এই অনুষ্ঠান নষ্ট করার অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে। এই ঘটনায় দু পক্ষের বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে।