পূর্ব মেদিনীপুর : কাঁথি পুরসভার প্রশাসক পদে রদবদল। সিদ্ধার্থ মাইতিকে সরিয়ে নতুন পুর প্রশাসক করা হল হরি সাধন দাস অধিকারীকে।
আরও পড়ুন- কেমন চলছে কাজকর্ম? দেখতে বুধবার পর্যালোচনা বৈঠক মমতার
রাজ্যের সঙ্গে রদবদল এবার জেলাতেও। বদলে গেলেও পুরসভার একাধিক মুখ। ভাইস চেয়ারম্যান করা হল কমলেন্দু পাহাড়িকে। দীর্ঘ চার দশক ধরে কাঁথি পুরসভার অধিকারীদের দখলে ছিল। ২০২০ সালের ডিসেম্বরে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করেন। ফলে কাঁথি পৌরসভা পর থেকে তার ছোটভাই তথা বিদায় পুর বোর্ডের চেয়ারম্যান সৌমেন্দু অধিকারীকে সরিয়ে দেয় রাজ্য সরকার। এরপরই সিদ্ধার্থ মাইতিকে কাঁথি পৌরসভার প্রশাসক করা হয়।
আরও পড়ুন- কাবুলে আটকে থাকলে দ্রুত জানাতে বিডিও-দের নির্দেশ নবান্নের
বুধবার আবার সিদ্ধার্থ মাইতিকে সরিয়ে সেই জায়গায় বসানো হল হরি সাধন দাস অধিকারীকে। তমলুক পুরসভায় অবশ্য পুর প্রশাসক হিসেবে দীপেন্দ্র নারায়ন রায়কেই পুনর্বহাল করা হয়েছে। তবে, ভাইস চেয়ারম্যান করা হয়েছে চিত্ত মাইতিকে। তমলুক পুর প্রশাসক মন্ডলী থেকেও বেশ কয়েকজনকে সরানো হয়েছে।
এগরা পৌরসভার মুখ্য প্রশাসক স্বপন নায়েকই রয়েছেন। এখানে রদবদল করে ভাইস চেয়ারম্যান করা হয়েছে তপন করকে। বুধবার তাম্রলিপ্ত পৌরসভার নতুনভাবে দায়িত্বভার গ্রহণ করেন মুখ্য প্রশাসক দীপেন্দ্র নারায়ণ রায়। নতুনভাবে ভাইস চেয়ারম্যান করা হয়েছে চিত্ত মাইতিকে। তাম্রলিপ্ত পৌরসভায় প্রশাসক মন্ডলীতে রদবদলের পর বেশ কিছু নতুন মুখ আনা হয়েছে।