কলকাতাটিভি ওয়েবডেস্ক: তুষারধসের(Avalanche) কবলে সাত ভারতীয় সেনা জওয়ান (Indian Army)৷ রবিবার অরুণাচল প্রদেশের কামেং সেক্টরের (Kameng sector ) উচ্চ এলাকার ঘটনা৷ খবর লেখা পর্যন্ত ওই সেনা জওয়ানদের কোনও খোঁজ পাওয়া যায়নি৷ তাঁদের খুঁজে বের করতে তল্লাশি অভিযান চলছে।
#BREAKING: Seven Indian Army Personnel, part of a patrol are reported to have been stuck by an avalanche in the High Altitude area of Kameng Sector in Arunachal Pradesh on 6 Feb. Search & rescue operations are currently underway. Specialised teams have been airlifted to assist.
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) February 7, 2022
তেজপুরে প্রতিরক্ষা মন্ত্রকের জনসংযোগ আধিকারিক লেফটেন্যান্ট কর্নেল হর্ষ বর্ধন পান্ডে জানিয়েছেন, রবিবার টহলদারির সময় তুষারধসে সাতজন আধিকারিক আঘাত পান। তাঁদের উদ্ধারে সহায়ক দল পাঠানো হয়েছে৷ এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি৷ গত কয়েক দিন ধরে এই এলাকায় ভারী তুষারপাতের সঙ্গে প্রতিকূল আবহাওয়ায় যোগাযোগ ব্যবস্থায় বড় সমস্যা দেখা যাচ্ছে৷
Praying for the safety of Army personnel hit by the avalanche in Arunachal, and hope that they be rescued safely as early as possible.
Indian Army has always stood by us whenever in difficulties. We earnestly pray that no harm comes to our brave Jawans.@adgpi https://t.co/XrEw17yb8W
— Pema Khandu པདྨ་མཁའ་འགྲོ་། (@PemaKhanduBJP) February 7, 2022
সীমান্ত রাজ্যের বেশ কয়েকটি উচ্চতায় চলতি মাসে ভারী তুষারপাত হচ্ছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ইটানগরের কাছে দারিয়া পাহাড়ে ৩৪ বছর পর তুষারপাত হয়েছে৷ অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলার রূপা শহরে দুই দশক পর তুষারপাত হয়েছে।