শিলিগুড়ি: অনলাইনে জুয়া খেলার অপরাধে চারজনকে গ্রেফতার করল পুলিশ৷ মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট অভিযান চালায়৷ হাতেনাতে চারজনকে গ্রেফতার করে৷ একই সঙ্গে একাধিক জুয়া খেলার সামগ্রী বাজেয়াপ্ত করা হয়৷ ধৃতদের বুধবার জলপাইগুড়ি ও শিলিগুড়ি আদালতে তোলা হবে৷
আরও পড়ুন- পার্ক হোটেল ও এইচএইচআই-য়ে মাদক পরিবেশনে নিষেধাজ্ঞা
পুলিশ সূত্রে খবর, শিলিগুড়ি শহরের একাধিক জায়গায় অনলাইনে জুয়ার আসর বসার খবর আসে। সঙ্গে সঙ্গে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট নিউ জলপাইগুড়ি থানার শিতলাপাড়া ও শিলিগুড়ি থানার জলপাই মোড়ে অভিযান চলায়। অনলাইনে জুয়ার আসরে হানা দিয়ে চার জনকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন- দেশের মধ্যে ব্যবসার জন্য আদর্শ পশ্চিমবঙ্গ, পুরস্কৃত চারটি দফতর
ধৃত সঞ্জয় মিত্তাল, চঞ্চল অধিকারী, মানিক দাসকে শিতলা পাড়া থেকে গ্রেফতার করা হয়। মহম্মদ মাকবুলকে জলপাইমোড় থেকে গ্রেফতার করা হয়। নিউ জলপাইগুড়ি থানার শিতলা পাড়া এলাকায় অনলাইন জুয়া খেলার অভিযোগে তিন জনকে গ্রেফতার করে নিউজলপাইগুড়ি থানার হাতে তুলে দিয়েছে ডিডি। জলপাইমোড় থেকে একজনকে গ্রেফতার করলেও আর একজন পালিয়ে যায়। ধৃত একজনকে শিলিগুড়ি থানার হাতে তুলে দিয়েছে ডিডি। এছাড়াও তিনটি অনলাইন জুয়ার কাউন্টার থেকে পাঁচটি ডেক্সটপ, পাঁচটি প্রিন্টার ও তিনটি ডংঙ্গল উদ্ধার করেছে ডিডি।