বসিরহাট: ৩৩ লক্ষ টাকা জালিয়াতির অভিযোগ। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার ব্যাঙ্কের ক্যাশিয়ার। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার হাড়োয়া থানার মাঝেরপাড়ায়।
অভিযোগ, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ভল্ট থেকে গত এক মাসে লোপাট হয়েছে প্রায় ৩৩ লক্ষ টাকা। বৃহস্পতিবার ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজার উজ্জ্বল পাত্র টাকার হিসেব নিতে গিয়ে দেখেন গড়মিল রয়েছে।
গায়েব হওয়া ৩৩ লক্ষ টাকা সবটাই গ্রাহকদের টাকা। এরপর তিনি ক্যাশিয়ার অমিত মল্লিককে এ বিষয়ে জানান। ক্যাশিয়ার টাকার হিসেব দিতে পারেননি। এরপরেই হাড়োয়া থানায় ক্যাশিয়ারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ম্যানেজার।
আরও পড়ুন – যানজট আর ভিড় সামলাতে চতুর্থী থেকেই কলকাতার রাস্তায় নামছে ফোর্স, জানাল লালবাজার
হাড়োয়া থানার ওসি বাপ্পা মিত্রের নেতৃত্বে পুলিশ শুক্রবার ভোররাতে অভিযান চালায় ক্যাশিয়ারের বাড়ি বাগুইআটি থানার কেষ্টপুর এলাকায়। বাড়ি থেকে গ্রেফতার করা হয় ওই ব্যাঙ্কের ক্যশিয়ার সৌমিক মল্লিককে।
ধৃতকে আজ শুক্রবার বসিহাট মহাকুমার আদালতে তোলা হয়েছে। এর পিছনে ব্যাংকের অন্য কোন কর্মীরা জড়িত কিনা সেটার তদন্ত করছে পুলিশ। তদন্তের স্বার্থে ক্যাশিয়ারকে পুলিশি হেফাজতে নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছে হাড়োয়া থানার পুলিশ।