বর্ধমান: নকল সরষের তেলের গোডাউনে হানা ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের। বাজেয়াপ্ত ১৩০ টিন কেমিক্যাল মেশানো তেল। যা থেকে ইতিমধ্যেই নমুনা সংগ্রহ করা হয়েছে।
বর্ধমানের লাকুডি এলাকায় মঙ্গলবার একটি সর্ষের তেলের গোডাউনে হানা দেয় পূর্ব বর্ধমান জেলা পুলিশ ও ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। তাঁরা জানিয়েছেন ওই গোডাউন থেকে মোট ১৩০ টিন সরষের তেলে বাজেয়াপ্ত করা হয়েছে। ইতিমধ্যেই যার থেকে নমুনাও সংগ্রহ করা হয়েছে।
প্রাথমিক নমুনা সংগ্রহ করে জানা গিয়েছে ভালো সরষের তেলের সঙ্গে কোনও রকমের ক্যেমিকেল মেশানো হয়েছে। ওই ক্যামিক্যাল মেশানোর ফলে তেল আরও ঝাঁজালো হয়ে উঠত। আর সেই তেলই বাজারে বিক্রি করা হত।
আরও পড়ুন – ক্যান্সেল চেকে জালিয়াতি, বাড়ি বিক্রি করতে গিয়ে কয়েক লক্ষ টাকা খোয়ালেন বৃদ্ধ
তেলের গোডাউন
আরও পড়ুন- আধার কার্ড তৈরি করতে ৬০০ টাকা, কালনায় গ্রেফতার এক
ওই ১৩০ টিন তেল পরে তেল খাদ্য সুরক্ষা দফতরে পাঠানো হবে। সেখান থেকে রিপোর্ট আসার পরেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্ৰহন করা হবে বলে পুলিশ জানিয়েছে। ডিএসপি সমরেশ দে এবং বিশাল পুলিশ বাহিনীন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।