বোলপুর: ফের অমানবিকতার শিকার ১২ টি আদিবাসী পরিবার। পানীয় জল থেকে শুরু করে কারও সঙ্গে কথা না-বলার নির্দেশ এসেছে তাঁদের কাছে৷ শান্তিনিকেতন লাগোয়া বীরভূমের সাঁইথিয়া থানার শ্রীনিদিপুর অঞ্চলের গোরাইপুর গ্রামের ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, গ্রামের মোড়লদের একাংশ নির্দেশ দিয়েছেন, ওই আদিবাসী পরিবারগুলি গ্রামের পুকুর, টিউবওয়েলের জল ব্যবহার করতে পারবেন না৷ গ্রামের কোনও মানুষের সঙ্গেও কথা বলতে পারবে না৷ এমনকী, গ্রামের মানুষের সঙ্গে যোগাযোগ না রাখার নির্দেশও দেওয়া হয়েছে৷ আদিবাসী মানুষের প্রতি এমন অমানবিক নিদানে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ চূড়ান্ত অসুবিধার সম্মুখীন হচ্ছেন আদিবাসী মানুষগুলো।
হঠাৎ এমন নির্দেশ আসার কারণ কী? স্থানীয় সূত্রে খবর, এক আদিবাসী যুবকের সঙ্গে এক মহিলার বিবাহ-বহির্ভূত সম্পর্ক ধরা পড়ে৷ তা নিয়ে গ্রামে সালিশি সভা হয়। সেই সালিশি সভায় ১২ টি আদিবাসী পরিবারকে একঘরে করে দেওয়া হয়েছে। গ্রামে নিষেধাজ্ঞা জারি হয়েছে পুকুরের জল, টিউবলের জল ব্যবহার করা যাবে না। ওই ১২ টি পরিবারের সঙ্গে কেউ কথাবার্তা বলবে না। আদিবাসীরা প্রশাসনের দ্বারস্থ হলে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলেও অভিযোগ৷