বাঁকুড়া : খারাপ আবহাওয়ার কারণে আচমকাই প্রবল বৃষ্টি। দুয়ারে সরকার শিবিরে এসে বাজ পড়ে অসুস্থ দশ। আহতদের নিয়ে যাওয়া হয়েছে আচুড়ি স্বাস্থ্যকেন্দ্রে।
হামেশাই দুয়ারে সরকার ক্যাম্পে দেখা যাচ্ছে দুর্ভোগে ছবি। কারণ, সময় থাকতে থাকতে সরকারি সুযোগ সুবিধা নিয়ে নিতে হবে। সেই কারণেই জায়গায় জায়গায় পড়ছে লম্বা লাইন।
এদিনও বাঁকুড়া এক নম্বর ব্লকের জগদল্লা হাইস্কুলে দুয়ারে সরকার শিবিরের ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে লম্বা লাইনে দাঁড়িয়ে ছিলেন অসংখ্য মানুষ।
আরও পড়ুন- আজ থেকে ভবানীপুরে প্রচার শুরু মমতার
আচমকাই সেখানে বাজ পড়তে শুরু করে। বজ্রপাতে অসুস্থ হয়ে পড়লেন ওই শিবিরের লাইনে দাঁড়ানো দশ জন। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে । অসুস্থদের মধ্যে চার জন মহিলা ও একজন পুরুষকে আচুড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
দুয়ারে সরকার ক্যাম্পে বাজ পড়ার পর
বিধানসভা নির্বাচনের আগেও দুয়ারে সরকারের ক্যাম্প করা হয়েছিল বিভিন্ন জায়গায়। তবে, ২০২১ বিধানভা নির্বাচন দোরগোড়ায় থাকার কারণে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী বন্ধ করে দেওয়া হয় ওই ক্যাম্প। তবে, মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন ভোটে জিতে সরকার গঠনের পর আবার হবে এই ক্যাম্প।
আরও পড়ুন – ঠিকানা উডবার্নের ১০৩ নম্বর ঘর, ফের এসএসকেএমে মুকুল রায়
নির্বাচনে জিতে তৃতীয় বারের জন্য মসনদে বসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়ের নির্দেশে ১৬ অগাস্ট থেকে আবারও শুরু হয়েছে এই ক্যাম্প। আর তাতেই রাজ্যের সাধারণ মানুষ সরকারি প্রকল্পের সুবিধা নিতে হাজির হয়েছেন।