এখনো কমেনি করোনার সংক্রমণ। দিকে দিকে টিকার চাহিদা তুঙ্গে। কেন্দ্রের পাঠানো টিকা অপ্রতুল। তবে এই টিকার সমস্যা কিছুটা হলেও মিটতে চলেছে। আর্থিক সামর্থ যাদের আছে তাঁরা এনএসএইচএম ক্যাম্পাস বেহালায় গিয়ে নিতেই পারেন টিকা। তবে সমস্যা হল, যাদের সামর্থ্য আছে তাঁরাও লাইনে দাঁড়িয়ে টিকা না মেলার অভিযোগ করেছেন। তাই আর দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকা নয়। এবার সম্পূর্ণ বাতানাকুল পরিবেশে টিকা নেওয়ার সুবন্দোবস্থ করলো এনএসএইচএম। এর সঙ্গে সহযোগী হিসাবে কাজ করবে মেডিকা হাসপাতাল। বেহালার বিএল শাহ রোডের এনএসএইচএমের নলেজ ক্যাম্পাসের চারতলায় টিকা গ্রহণ পর্ব শুরু হল সোমবার। মেডিকা হাসপাতালে এর জন্য আগে থেকেই গ্রাহকের নাম নথিভুক্ত করাতে হবে। এছাড়া কোউইন অ্যাপের মাধ্যেমেও নাম নথিভুক্ত করানো যাবে। যে স্লট মিলবে সেই স্লটে ১হাজার টাকা নিয়ে যেতে হবে টিকা নেওয়ার জন্য। প্রতিদিন প্রায় ৩০০ জনকে টিকা দেওয়া যাবে বলে জানালেন এনএসএইচএম সংস্থার কর্ণধার। সোমবার থেকে শুরু হয়ে রোজই টিকাকরণ চালু থাকবে এখানে। সকাল ১০ টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত টিকাকরণের কাজ চলবে।