অতিমারি করোনার কারণে জেলায় জেলায় রক্তের চরম সঙ্কট চলছে। অথচ কোভিড পরিস্থিতিতে রক্তদান শিবিরের আয়োজন করা সম্ভব হচ্ছে না। করোনা সংক্রমণের কথা মাথায় রেখেই রাজ্য সরকার চালু করেছে ভ্রাম্যমাণ রক্ত সংগ্রাহক অত্যাধুনিক বাতানুকুল বাস। উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় এলাকায় গিয়ে দাঁড়াছে এই বাস। বাসের ভেতরেই উন্নত প্রযুক্তির মাধ্যমে ডোনারদের কাছ থেকে রক্ত সংগ্রহ করা হচ্ছে। বাসের ভেতরেই রেজিস্ট্রেশন করিয়ে রক্তদাতাদের বেডে শুইয়ে রক্ত সংগ্রহ করার কাজ করছেন স্বাস্থ্য বিভাগের কর্মীরা। জেলায় থ্যালাসেমিয়া রোগী থেকে বহু মুমূর্ষু রোগী রক্তের অভাবে সমস্যায় পড়ছিলেন। তাঁদের সুবিধার্থেই এই ভ্রাম্যমান রক্ত সংগ্রাহক বাস বিশেষ কাজে লাগছে। এখন এই অতিমারি করোনার আবহে রক্তদান শিবিরে গিয়ে রক্তদান করতে হবেনা। বরং রক্ত সংগ্রাহক বাসই এসে পৌঁছে যাচ্ছে এলাকায় এলাকায়, আর সেই অত্যাধুনিক বাতানুকুল বাসের শ্যযায় শুয়েই রক্তদান করতে পারছেন রক্তদাতারা। এর ফলে বেশি পরিমানে রক্ত সংগ্রহ করা যাচ্ছে। এবারের জেলা ব্লাড ব্যাংকের রক্তের অভাব মেটাতে এলো রায়গঞ্জ পুলিশ। তাদের উদ্যোগে প্রতিটি থানায় রক্তদান শিবিরের আয়োজন করা হবে। রায়গঞ্জ পুলিশ এবং করণদিঘী থানার পুলিশের সহযোগিতায় রবিবার করণদিঘী থানার ভ্রাম্যমান বাসে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে পুলিশ কর্মী থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়াররা এগিয়ে এসে রক্তদান করেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ষ ভর্মা , করণদিঘীর থানার আইসি সঞ্জীব সেনাপতি, বিডিও নিতিশ তামাং, ট্রাফিক ডিএসপি লিয়াং তামাং সহ অন্যান্য আধিকারিকগণ। এদিন প্রায় ৫০ জন রক্তদান করেছেন।