রাজ্যে যশ বিধ্বস্ত এলাকার অবস্থা খতিয়ে দেখতে রবিবার রাতে কলকাতায় এসেছে কেন্দ্রীয় দল। দলে রয়েছেন ৭ জন প্রতিনিধি। তাঁরা বিভিন্ন এলাকা পরিদর্শন করে ক্ষয়ক্ষতির রিপোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে জমা দেবেন। সোমবার দিনভর রয়েছে তাঁদের কর্মসূচি। এই প্রতিনিধি দলে থাকছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব এস কে শাহি। যশ বিধ্বস্ত এলাকা পরিদর্শনের জন্য দলকে দুভাগে ভাগ করা হয়েছে। প্রথম দলটি সকাল ১০টায় কলকাতা থেকে রওনা দেন। সকাল সাড়ে ১০টা নাগাদ সড়কপথে হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাডে পৌঁছন দলের সদস্যরা। হেলিকপ্টারে চড়ে তাঁরা রওনা দেন পাথরপ্রতিমার উদ্দেশে। পাথরপ্রতিমায় পৌঁছনোর পর তাঁরা যশ বিধ্বস্ত এলাকাগুলি পরিদর্শন করবেন। সেখান থেকে হেলিকপ্টারে চড়ে তাঁরা যান গোসাবা। সেখানেই সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক ও মধ্যাহ্নভোজ সারেন তাঁরা। এরপর এখান থেকে কলকাতায় ফিরে আসবেন।
দ্বিতীয় প্রতিনিধি দলের সদস্যরা সড়কপথে যশ বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন। সকাল সাড়ে ৯টা নাগাদ কলকাতা থেকে রওনা দিয়ে তাঁর গদখালি পৌঁছন। সেখানে এলাকা পরিদর্শন করে লঞ্চে যান গোসাবা তাঁরা গোসাবা। সেখানে যশ বিধ্বস্ত এলাকা পরিদর্শন করে সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক ও মধ্যাহ্নভোজ সারবেন। সেখান থেকেই তাঁরা ফিরে আসবেন কলকাতায়।