আর্জেন্তিনা–১ চিলি–১
(লিওনেল মেসি) (অ্যালেক্সি স্যাঞ্চেজ)
দিয়েগো মারাদোনার অকাল প্রয়াণের পর মাঠে নামল আর্জেন্তিনা। নিজেদের দেশে বিশ্ব কাপ কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচে মাত্র ২৪ মিনিটের মধ্যে লিওনেল মেসির পেনাল্টি গোলে তারা এগিয়ে গেলেও জয় এল না চিলির বিরুদ্ধে। ৩৬ মিনিটেই চিলির অ্যালেক্সি স্যাঞ্চেজের গোলে ম্যাচে সমতা ফেরে। তার পর আর কোনও দলই গোল করতে পারেনি। প্রায় ছয় মাস পর মাঠে নামল আর্জেন্তিনা। মাঝে তাদের দুটো ম্যাচ বাতিল হয়েছে কোভিডের জন্য। আর্জেন্তিনা অধিনায়ক দলকে এগিয়ে দিলেন পেনাল্টি থেকে। মেসির সঙ্গী স্ট্রাইকার লতারো মার্টিনেজকে বক্সের মধ্যে ফাউল করেন গুলেরমো মারিপন। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি মেসি। দেশের হয়ে ১৪৩ ম্যাচে এটি মেসির ৭২তম গোল।
বারো মিনিটের মধ্যেই গোল শোধ করে দেয় চিলি। আর্সেনাল এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন স্ট্রাইকার আ্যালেক্সি স্যাঞ্চেজ খুব কাছ থেকে শট নিয়ে গোল শোধ করেন। বিরতির ঠিক আগে মেসির একটি চমৎকার ফ্রি কিক সেভ করেন চিলির গোলকিপার ক্লদিও ব্রাভো। ম্যাচ শেষ হওয়ার দশ মিনিট আগে মেসির আর একটি ফ্রি কিক বারে লেগে ফিরে আসে। এই ড্রয়ের পর কোয়ালিফাইং রাউন্ডে ব্রাজিলের চেয়ে এক পয়েন্ট পিছনে রইল আর্জেন্তিনা। গতকালের অন্য ম্যাচে কলম্বিয়া ৩-০ গোলে হারিয়ে দিয়েছে পেরুকে। ওদিকে এডিনসন কাভানিকে চাড়া উরুগুয়ে গোল শূন্য ড্র করল পারাগুয়ের সঙ্গে। আর নিজেদের মাঠে বলিভিয়া ৩-১ গোলে হারিয়ে দিয়েছে ভেনেজুয়েলাকে।