Placeholder canvas
কলকাতা রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ |
K:T:V Clock
মহাকাব্যিক টেনিস খেলে রোলাঁ গারোয় চ্যাম্পিয়ন হলেন জকোভিচ
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুন, ২০২১, ১২:৩২:১৮ এম
  • / ৩৫৯ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

মহাকাব্যিকই বটে। না হলে প্রথম দু সেট হেরে গিয়েও চৌত্রিশ বছরের একটা ছেলে হারিয়ে দিলেন তাঁর চেয়ে বারো বছরের ছোট একটা ছেলেকে। রোলাঁ গারো কোনও দিনই সদয় ছিল না তাঁর উপর। এটা তো রাফায়েল নাদালের খাস তালুক। সেই নাদালকেই তিনি আটচল্লিশ ঘণ্টা আগে হারিয়ে এভারেস্ট জয় করেছিলেন। কিন্তু ফাইনালে উঠৈ কি তাঁর রথের চাকা বসে গেল? না হলে বাইশ বছরের গ্রিক যুবক, যিনি এই প্রথম গ্র্যান্ড স্লাম ফাইনাল খেলছেন তিনিই প্রথম দু সেট জিতে যাবেন। আর তিনি যাঁর ট্রফি ক্যাবিনেটে ১৮টা গ্র্যান্ড স্লাম ট্রফি রয়েছে, যিনি জীবনের ২৯তম গ্র্যান্ড স্লাম ফাইনাল খেলছেন, তিনি মাথা নীচু করে কোর্ট ছাড়বেন?

না শেষ পর্যন্ত এ সব কিছুই হল না। বিশ্বের এক নম্বর এবং শীর্ষ বাছাই নোভাক জকোভিচকেই চ্যাম্পিয়ন হিসেবে বরণ করে নিল রোলাঁ গারো। এবার নিয়ে দ্বিতীয় বার। প্রথম বার নোভাক ফরাসি ওপেন জিতেছিলেন ২০১৬ সালে। আর রবিবাসরীয় বিকেলে আবার জিতলেন গ্রিসের স্টেফানো সিসিপাসকে ৬-৭ (৬-৮), ২-৬, ৬-৩, ৬-২, ৬-৪ গেমে হারিয়ে। চার ঘণ্টা এগারো মিনিটের ম্যারাথন লড়াইয়ের শেষে জকোভিচ তুলে নিলেন তাঁর উনিশ নম্বর গ্র্যান্ড স্লাম খেতাব। রজার ফেদেরার এবং রাফায়েল নাদালের চেয়ে একটা কম রয়ে গেল তাঁর গ্র্যান্ড স্লাম ট্রফি। কিন্তু ফেদেরার বা নাদাল যা কখনও করতে পারেননি সেই বিরল রেকর্ড করলেন সার্বিয়ার বরপুত্র। রয় এমার্সন এবং রড লেভারের পর তিনিই এক মাত্র খেলোয়াড় যিনি চারটে গ্র্যান্ড স্লামই দু বার করে পেলেন। ৫২ বছর আগে ১৯৬৯ সালে এই রেকর্ড করেছিলেন লেভার। এত দিন পর তাঁকে স্পর্শ করলেন জকোভিচ। এখন তাঁর গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড হল নয় বার অস্ট্রেলিয়ান ওপেন, পাঁচ বার উইম্বলডন, তিন বার আমেরিকা ওপেন এবং দুবার ফরাসি ওপেন।

সুরকির কোর্টে খেলা হয় বলে চারটি গ্র্যান্ড স্লামের মধ্যে সবচেয়ে কঠিন বলা হয় ফরাসি ওপেনকে। র‍্যালির পর র‍্যালি হয়। তাই জিততে হলে দরকার স্ট্রেন্থ, স্ট্যামিনা এবং টেমপারামেন্ট। প্রথম দুটি তো বরাবরই জকোভিচের সঙ্গী ছিল। কিন্তু টেমপারামেন্ট-ও যে কতটা থাকলে দু সেট পিছিয়ে পড়ে ম্যাচ জেতা যায় তা আবার দেখালেন জকোভিচ। এবারেই প্রি কোয়ার্টার ফাইনালে লোরেঞ্জো মুসেতির কাছে প্রথম দু সেট পিছিয়ে পড়ে জিতেছেন। আবার সেমিফাইনালে রাফায়েল নাদালের কাছে প্রথম সেট হেরে জিতেছেন। সেটাই আবার করে দেখালেন ফাইনালে। প্রথম দু সেট হেরে টানা তিনটি সেট জিতে জয়।

গ্রিসের সিসিপাস এবার ছিলেন পঞ্চম বাছাই। এই প্রথম গ্র্যান্ড স্লাম ফাইনাল খেললেন তিনি। তাও আবার আঠেরো বারের জয়ীর সঙ্গে। শনিবারই মেয়েদের টেনিসে নতুন চ্যাম্পিয়ন পেয়েছে রোলাঁ গারো। সিসিপাস যখন প্রথম সেট টাই ব্রেকারে ৮-৬ পয়েন্টে জিতলেন তখন সে রকম সম্ভাবনা উঁকি দিচ্ছিল হাজার পাঁচেক দর্শকের মনে। সেটাই আবার বেড়ে গেল যখন দ্বিতীয় সেটে জকোভিচকে দাঁড়াতে না দিয়ে সিসিপাস জিতে গেলেন ৬-২ গেমে। কিন্তু তিনি তো জকোভিচ, বরাবরের লেট স্টার্টার। খেতাব হাতছাড়া হয়ে যাচ্ছে দেখে যেন ফুঁসে উঠলেন। সব্যসাচীর মতো তাঁর দু হাত চলতে শুরু করল। ডান হাতে ব্যাক ফোর হ্যান্ড ক্রস কোর্ট ভলির পাশাপাশি জোড়া হাতে ক্রস কোর্ট ব্যাক হ্যান্ডের ফুলঝুড়ি বেরোতে শুরু করল জোকারের র‍্যাকেট থেকে। তৃতীয় সেট ৬-৩ জিতে গেলেন জোকার। আর চতুর্থ সেটে দাঁড়াতেই দিলেন না সিসিপাসকে। জিতলেন ৬-২ গেমে।

তবে এবার না পারলেও ভবিষ্যতে যে তিনি চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার হবেন তার ইঙ্গিত দিয়ে সিসিপাস পঞ্চম সেটে তাঁর লড়াইটা ফিরিয়ে আনলেন। সেট নিয়ে গেলেন ৪-৪ গেমে। তার পর আর পারেননি। জকোভিচের অভিজ্ঞতার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হলেন। দৃশ্যত তখন তাঁকে একটু ক্লান্তও লাগছিল। তবে সিসিপাস পরাজিত হলেও পুরস্কার বিতরণের সময় তাঁকে প্রচণ্ড হাততালিতে অভিনন্দন জানাল রোলাঁ গারো। বীরের মর্যাদা পেলেন তিনি। আর জকোভিচ? সোমবার সকাল থেকেই যিনি উইম্বলডন জয়ের স্বপ্ন দেখা শুরু করবেন।

রাফা আর রজারকে ছুঁতে দরকার তো মাত্র একটা গ্র্যান্ড স্লাম। সেটা কি এবারের উইম্বলডনেই হয়ে যাবে? রোলাঁ গারো যেমন নাদালের রাজপাট, উইম্বলডনও তেমনি ফেদেরারের জমিদারি। একটা দখল করলেন, বাকিটা আর বাকি থাকবে কেন?

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬
১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩
২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০
আর্কাইভ

এই মুহূর্তে

উপনির্বাচনে ছয়ে ছক্কা তৃণমূলের, বিরোধীরা দিশাহারা
শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
বড়পর্দায় সুপার হিট! তবুও কেন ঘন ঘন পর্দায় দেখা মেলে না শ্রদ্ধার?
শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
বিহারে ভরাডুবি! ভোটের ময়দানে খাতা খুলতে ব্যর্থ পিকে’র প্রার্থীরা
শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে মুখ খুললেন নেতানিয়াহু
শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
রাহুলকে ছাপিয়ে ওয়েনাডে জয়ী প্রিয়ঙ্কা
শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
দল-বদল করেও ভোটে হেরে গেলেন বাবা সিদ্দিকি’র পুত্র জিশান
শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
বলিউডে জুটিদের ঘন ঘন বিবাহ বিচ্ছেদের নেপথ্যে কারণ কী?
শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
‘এবার সংসদ ওয়েনাড়ের কণ্ঠস্বর শুনবে, উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা
শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
নৈহাটিতে সবুজ ঝড়, ৪৯১৯৩ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী
শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
বাংলায় ৬ এ ৬ তৃণমূলের, মা-মাটি-মানুষকে ধন্যবাদ মমতার
শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
কে হবেন মুখ্যমন্ত্রী? কী বললেন দেবেন্দ্র ফড়নবিশ?
শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
যশস্বী-রাহুল জুটিতে তছনছ একের পর এক রেকর্ড
শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
ফলোয়ার্স ৫.৬ মিলিয়ন, ভোট মাত্র ১৫৫ টি! কে সেই অভাগা প্রার্থী?
শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
‘আমি পাহারাদার, জমিদার নই’, ভোটের রেজাল্টের পরেই বিজেপিকে কটাক্ষ অভিষেকের
শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
মাইয়া যোজনার ম্যাজিকেই ঝাড়খণ্ডের ক্ষমতায় হেমন্ত
শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team