Placeholder canvas
কলকাতা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
বৃহস্পতিবার কাতারের বিরুদ্ধে ভারতের প্রাক বিশ্ব কাপ ম্যাচ
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By: 
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুন, ২০২১, ০৩:৫৪:৫৬ পিএম
  • / ৩৭০ বার খবরটি পড়া হয়েছে

প্রায় দেড় বছর পর সুনীল ছেত্রীদের ভারত আর্ন্তজাতিক ম্যাচ খেলতে নামছে। বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে ভারতীয় সময় রাত সাড়ে দশটায় কাতারের বিরুদ্ধে প্রাক বিশ্ব কাপের ম্যাচ খেলতে নামছে ভারত। তবে নামেই কোয়ালিফাইং ম্যাচ। কারণ ২০২২-এর বিশ্ব কাপের জন্য কোয়ালিফাইং রাউন্ড থেকে কোয়ালিফাই করার কোনও আশাই নেই ভারতের। ই গ্রূপে পাঁচটি ম্যাচ খেলে তাদের পয়েন্ট মাত্র তিন। তবে বাকি তিনটি ম্যাচে ভারত যদি ভাল কিছু করতে পারে তাহলে ২০২৩ সালের এশিয়ান কাপে কোয়ালিফাই করার একটা সুযোগ আসতে পারে।

কাতারের বিরুদ্ধে ম্যাচে নামার আগে ভারতের মোটিভেশন পয়েন্ট তিনটি। প্রথমত, ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে এই কাতারের বিরুদ্ধে দোহাতে তারা গোল শূণ্য ড্র করেছিল। দ্বিতীয়ত, সেই ম্যাচে খেলেননি ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী। বৃহস্পতিবার তিনি খেলবেন। আর এবার কোভিডের জন্য মাঠে কোনও দর্শক থাকবে না। যদিও ম্যাচটি ভারতের হোম ম্যাচ। কিন্তু কোভিডের জন্য খেলতে হচ্ছে বিপক্ষের ডেরায়।

ফিফা র‍্যাঙ্কিংয়ে ভারত এখন ১০৫ নম্বরে। আর কাতারের স্থান ৫৮। তাই ভারতই আন্ডারডগ। তার উপর দেড় বছর পর প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নামা, প্রায় বিনা প্র্যাক্টিসে ভারত কতটা কী করতে পারবে তা নিয়ে সন্দেহ থেকেই যায়। গত মার্চে আই এস এল শেষ হওয়ার পর ভারতের ক্রোয়েশিয়ার কোচ ইগর স্টিমাক তাঁর দলবল নিয়ে দুটো ম্যাচ খেলেছিলেন দুবাইতে। সেই ম্যাচ দুটোতে অবশ্য সুনীল ছেত্রী খেলেননি। তাঁকে বাদ দিয়েই ভারত প্রথম ম্যাচে ১-১ ড্র করেছিল ওমানের সঙ্গে। পিছিয়ে পড়া ভারতকে সমতায় ফিরিয়েছিলেন মনবীর সিং। সেই ম্যাচে দুর্দান্ত খেলেছিলেন গোলকিপার অমরিন্দর সিং। সেই ম্যাচের সাফল্যে আত্মতুষ্ট হয়ে স্টিমাক পরের ম্যাচে টিমে নয়টি পরিবর্তন আনেন। এই পরিবর্তন অবশ্য শুভ হয়নি। ভারত ছয় গোলে হারে সংযুক্ত আরব আমীরশাহির কাছে। অনুমান করা যায় কাতারের বিরুদ্ধে স্টিমাক সিনিয়রদের দিয়েই দল সাজাবেন। কারণ কাতার এখন এশিয়ার চ্যাম্পিয়ন দল। আগের ম্যাচে ভারতকে না হারাতে পারার জন্য তারা এখন ফুঁসছে। তাদের বিরুদ্ধে বেশি পরীক্ষা-নিরীক্ষা না করাই ভাল।

কাতারের বিরুদ্ধে সেই ম্যাচে গোলে ছিলেন গুরপ্রীত সিং। তাঁকে নিয়েই দল গড়তে চান স্টিমাক। ডিফেন্সে প্রীতম কোটাল, সন্দেশ ঝিঙ্গন এবং শুভাশিস বসুর সঙ্গে চতুর্থ ডিফেন্ডার কে হবেন তাই এখন দেখার। আদিল খান কিংবা আকাশ মিশ্রের উপর দায়িত্ব পড়তে পারে। ভারতের টিমে মাত্র তিনজন স্ট্রাইকার নিয়েছেন স্টিমাক। সুনীল ছেত্রীর সঙ্গে আছেন মনবীর সিং এবং ঈশান পন্ডিতা। সুনীলের সঙ্গী হিসেবে মনবীরেরই মাঠে নামার কথা। তাই মাঝ মাঠে উদান্তা সিং, বিপিন সিং,অনিরুদ্ধ থাপা, আব্দুল সাহাল, আশিক কুরিয়ান, রাওলিন বর্জেসদের মধ্য থেকেই চারজনকে বাছতে হবে স্টিমাককে। এদের অনেকেই মার্চের মাঝামাঝি শেষ ম্যাচ খেলেছিলেন। এ রকম অপ্রস্তুত অবস্থায় ভারত বহুদিন ম্যাচ খেলেনি।

কাতারের কোচ ফেলিক্স স্যাঞ্চেজ বাসের বয়স ৪৫। সিনিয়র টিমের দায়িত্ব নেওয়ার আগে তিনি কাতারের অনূর্ধ্ব ২৩ দলের কোচ ছিলেন। তাই টিমের প্লেয়ারদের চেনেন নিজের হাতের তালুর মতো। সে জন্যই ই গ্রূপে কাতার পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে। তাদের পিছনেই আছে ওমান, যাদের পয়েন্ট ১২। দুটো টিমের বিরুদ্ধেই না হারার রেকর্ড আছে ভারতের। গুয়াহাটিতে অবশ্য প্রাক বিশ্ব কাপ ম্যাচে ভারত আশি মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ১-২ গোলে হেরে যায়। কাতারের ভয়ঙ্কর ফরোয়ার্ড আলমোয়েজ আলি এখন পর্যন্ত কোয়ালিফাইং রাউন্ডে ছয়টি গোল করেছেন। কাতার যখন এশিয়া চ্যাম্পিয়ন হয় তখন তিনি নয় গোল করে টপ স্কোরার হয়েছিলেন। আগের ম্যাচে আলিকে গোল করতে দেয়নি ভারত। কিন্তু আবার কি গোল ক্ষুধার্ত আলিকে  আটকানো যাবে? তার উপরেই নির্ভর করছে ম্যাচের ভাগ্য।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬
১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩
২৪ ২৫ ২৬ ২৭ ২৮২৯ ৩০
৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

বিজেপির প্রার্থী রেখা স্বাস্থ্য সাথীর সুবিধা নিচ্ছেন, তথ্য প্রকাশ তৃণমূলের
বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
তৃণমূল-বিজেপি প্রার্থী একযোগে বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ জানাল কমিশনে
বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
প্রতারণা চক্রের ফাঁস, পাণ্ডা সহ মোট ৯ জনকে গ্রেফতার
বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
শিবসেনার শিণ্ডে শিবিরে যোগ গোবিন্দার
বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ তৃণমূলের
বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
মঙ্গলের চারপাশে ২৫,০০০ চক্কর দিল মার্স এক্সপ্রেস
বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
কোতুলপুরে প্রচারে সৌমিত্র, কর্মীদের সঙ্গে খেলেন চপমুড়ি
বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
বামেদের সঙ্গে আসন সমঝোতা নিয়ে প্রশ্ন উঠেছে কংগ্রেসের অন্দরে
বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
কেজরিওয়ালের ইডি হেফাজত চারদিন বাড়াল আদালত
বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
কৃষ্ণনগরের রানিমাকে মোদিজি আসলে কী বলতে চাইলেন?  
বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
আগামী ২ দিনে ৪০ ডিগ্রিতে পৌঁছবে তাপমাত্রা, কী বলছে মৌসম ভবন
বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
Fourth Pillar ।| এবারে কি মহুয়া মৈত্রকে জেলে পোরা হবে?
বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
অসাবধানতাবশত বন্ধুর গুলিতে মৃত্যু যুবকের
বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
ঋষভ পন্থকে নিয়ে কী আপডেট দিলেন সৌরভ?
বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুকথা, অভিজিতের বিরুদ্ধে কমিশনে তৃণমূল
বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team