আর্জেন্তিনা–১ চিলি-১
( লিওনেল মেসি) (এদুয়ার্দো ভাগাস)
চিলি কাঁটা যেন কিছুতেই সরছে না আর্জেন্তিনার রাস্তা থেকে। সোমবার কোপা আমেরিকার প্রথম ম্যাচে চিলির বিরুদ্ধে এগিয়ে গিয়েও তারা জিততে পারল না। ৩৩ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত ফ্রি কিকে গোল করেন লিওনেল মেসি। বল ডান দিকের পোস্ট ঘেঁষে গোলকিপার ক্লদিও ব্রাভোর হাতের নাগাল এড়িয়ে গোলে ঢোকে। তখন ম্যাচে আর্জেন্তিনারই প্রাধান্য। বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েও তারা গোল করতে পারেনি। বিরতির পর ম্যাচের গতির বিরুদ্ধেই গোল পেয়ে যায় চিলি। বক্সের মধ্যে আর্তুরো ভিদালকে ফাউল করেন নিকোলাস ত্যাগলিফিয়োগো। রেফারি ভার-এর সাহায্য নিয়ে পেনাল্টির নির্দেশ দেন। ভিদাল নিজেই পেনাল্টি মারেন। কিন্তু আর্জেন্তিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস তা বাঁচিয়ে দেন। ফিরতি বল ফলো করে হেড করে গোল করেন এদুয়ার্দো ভাগাস।
কোপা আমেরিকায় চিলি ইদানিং ভীষণ ঝামেলায় ফেলছে আর্জেন্তিনাকে। ২০১৫ এবং ২০১৬ সালের কোপা ফাইনালে এই চিলির কাছেই টাই ব্রেকারে হেরে ট্রফি হাতছাড়া হয়েছিল মেসিদের। কদিন আগে বিশ্ব কাপের কোয়ালিফাইং ম্যাচেও আর্জেন্তিনাকে জিততে দেয়নি চিলি। ম্যাচ শেষ হয় ১-১ গোলে। সোমবারও বিরাট প্রাধান্য নিয়ে খেলেও জিততে পারলা না আর্জেন্তিনা। তাদের কোচ লিওনেল স্কালোনি প্রথম একাদশে রাখেননি অ্যাঞ্জেলো দিমারিয়া এবং সের্গেই অগুয়েরোকে। তবু মেসিদের দাপট ছিল অনেক বেশি। ম্যাচের শেষে মেসি বলেছেন, “আমাদের জেতা উচিত ছিল ৪-১ বা ৫-১ গোলে। প্রথম ম্যাচ ড্র করে একটু ঝামেলা হল। পরের ম্যাচ আবার উরুগুয়ের সঙ্গে। সেটাও ঝামেলার ম্যাচ”। ১৯৯৩ সালে শেষ বার কোপা জিতেছিল আর্জেন্তিনা। তার পর থেকে আর কোনও বড় ট্রফি নেই তাদের। মেসি অলিম্পিকে সোনা কিংবা অনূর্ধ্ব ২০ বিশ্ব কাপে চ্যাম্পিয়ন হলেও দেশকে বিশ্ব কাপ কিংবা কোপা জেতাতে ব্যর্থ। এবার তিনি তাই সর্বান্তকরণে চ্যাম্পিয়ন হতে চাইছেন। কিন্তু প্রথম ম্যাচেই জয়হীন তাঁর দল। তবে আন্তর্জাতিক ম্যাচে নিজের গোল সংখ্যা ৭৩-এ নিয়ে গিয়ে মেসি ছুঁলেন বাতিস্তুতাকে।
সোমবারের অন্য ম্যাচে পারাগুয়ে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে বলিভিয়াকে।