আজ সোমবার বিশ্ব ধূমপান বিরোধী দিবস। এখন যে বদ অভ্যাসে সবাই মাস্ক খোলে তা হল ধূমপান। যে বদ অভ্যাসে আমরা ফুসফুস খারাপ করি তা হল ধূমপান। যে বদ অভ্যাস অন্যের রোগ ডেকে আনে তা সেই ধূমপান। ধূমপান মানে করোনাকে আহ্বান। দক্ষিণ হাওড়ার প্রথম ছটি বেডের অক্সিজেন পার্লার এবং কুড়িটি বেডের সেফ হোম তৈরি করেছেন বিধায়িকা নন্দিতা চৌধুরী। করোনাকালে বন্ধ স্কুল এবং কলেজ। সেই আইটিআই কলেজ বিধায়িকা নন্দিতা চৌধুরীরের উদ্যোগে পরিণত হয়েছে সেফ হোমে। সূচনা হল আজ থেকে। তবে বিশ্ব ধূমপান বিরোধী দিবসে সেফ হোমে ভর্তির ক্ষেত্রে এক অভিনব পন্থা বেছে নিলেন বিধায়িকা।
যারা সেফ হোমে থাকবেন সুস্থ হয়ে উঠলে তাঁদের সবাইকে ধূমপান ছাড়তে হবে। এই মর্মে একটি ফর্মে সই করতে হবে করোনা আক্রান্তদের। তৈরি হয়েছে আলাদা একটি অঙ্গীকার পত্র। যে পত্রে এই বার্তা স্পষ্ট করে লিখে জানালেন বিধায়িকা।