অবশেষে দক্ষিণবঙ্গে পা পড়ল বর্ষার। এর প্রভাবে রাজ্যজুড়ে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছিল। শনিবার সেটাই আরও গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। যার জেরে আগামী তিন চার দিন প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলি।
মুলত প্রতিবছর জুন মাসের দ্বিতীয় সপ্তাহের প্রথমেই বর্ষার আগমন ঘটে। এই বছর একটু দেরিতে এই নিম্নচাপের হাত ধরেই পশ্চিমবঙ্গে প্রবেশ ঘটল তার। শনিবার থেকেই স্বমহিমায় দেখা যাবে তাকে। হাওয়া অফিস থেকে জানানো হয়েছে, শনিবার উপকূলবর্তী দুই জেলা অর্থাৎ দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। এ ছাড়া উপকূল এলাকায় সমুদ্র উত্তাল থাকবে বলেও পূর্বাভাস। সুন্দরবন সহ নিচু এলাকায় জল ঢুকে প্লাবিত হওয়ারও আশঙ্কা রয়েছে। এই সময় যাতে কেউ সমুদ্রে না যান, সেই বিষয়ে বার বার সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর। শুধু উপকূলবর্তী জেলাগুলিই নয়, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া প্রভৃতি জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এ ছাড়াও উত্তরবঙ্গের মালদহতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে সূত্রে খবর।
ছবিঃ প্রতীকী