বু্দ্ধদেব গুহর চান ঘরে গান পড়েছেন নিশ্চয়ই। কখনও কখনও স্নান করতে গিয়ে দু কলি গান তো অনেকেই গেয়ে থাকেন। সেই বাথরুম সিঙ্গারদের জন্যে এবার সুখবর। বাজারে আসছে শাওয়ার স্পিকার। শাওয়ারের নীচে দাঁড়িয়ে গান শুনতে শুনতে স্নান করার মজাই আলাদা। সবচাইতে বড় কথা হল এই হাইপার স্পেসিফিক ব্লু টুথ স্পিকারে কোনও আলাদা করে পাওয়ার সোর্স লাগে না, না লাগে ইলেকট্রিক, না লাগে ব্যাটারি। শাওয়ারের জলের স্রোত থেকেই প্রয়োজনীয় শক্তি পেয়ে যায় এই স্পিকার। যে কোনও শাওয়ারের পিছনেই লাগানো যায় এই ব্লু-টুথ স্পিকার। রিসাইক্লিং করা জিনিসপত্র দিয়ে বানানো হয়েছে এই স্পিকার। ব্যাটারি বা ইলেকট্রিক লাগে না বলে, একেবারেই পরিবেশবান্ধব শাওয়ার স্পিকার। স্নানঘরে পছন্দের গান শুনুন, বাড়তি কোনও খরচ না করেই। অনলাইনে পাওয়া যাচ্ছে অ্যাম্পিয়ার শাওয়ার স্পিকার। দাম সাড়ে চার হাজারের কাছাকাছি।