বিধানসভা ভোটের ‘খেলা হবে’ শ্লোগান এবার খেলার মাঠে। ভোটের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া এই শ্লোগান এবার আক্ষরিক অর্থে খেলার মাঠে চলে এল। অবশ্যই তাঁরও কৃতিত্ব সেই মুখ্যমন্ত্রীরই। কারণ তিনি নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নির্বাচনে জয়ী হওয়ার পর সব নথিভুক্ত ক্লাবগুলিকে ফুটবল দেওয়া হয়। সেই মতো এবার ফুটবল জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে দেওয়ার কাজ শুরু করতে চলেছে রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন যুব কল্যাণ ও ক্রীড়া দফতর। এই ফুটবল প্রদানের কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘খেলা হবে’। আর যে ব্র্যান্ডের ফুটবল দেওয়া হবে তার নাম হল ‘জয়ী’। তবে এই মুহূর্তে কতগুলো ক্লাবকে ক’টা করে ফুটবল দেওয়া হবে তা এখনো সুনির্দিষ্ট ভাবে জানান হয়নি। আগামী ২৮ তারিখের মধ্যে সব অনুমোদিত ক্লাবগুলিকে স্থানীয় প্রশাসনের কাছে এই ফুটবল নেওয়ার জন্য নাম নথিভুক্ত করতে হবে। দেশের ছাত্র ও যুব সমাজের শরীর চর্চা, ও খেলাধূলায় উৎসাহ দিতেই রাজ্য সরকারের এই উদ্যোগ বলে জানান হয়েছে।