তৃতীয়বারের জন্য পঞ্চায়েতমন্ত্রী হিসাবে সোমবার পঞ্চায়েত দফতরে এসে দায়িত্ব ভার গ্রহণ করলেন বর্ষীয়ান রাজনীতিবিদ সুব্রত মুখোপাধ্যায়। প্রথম দিন দফতরে এসে কেন্দ্রীয় সরকারের তরফে সারা দেশের মধ্যে ই পঞ্চায়েতে তৃতীয় স্থান অধিকার করার জন্য স্মারক গ্রহণ করেন। এরপর সুব্রত মুখোপাধ্যায় জানান, এদিন তিনি তাঁর দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। এই নিয়ে তিনি তৃতীয়বার এই দফতরের দায়িত্ব ভার গ্রহণ করলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রতি বিশ্বাস রেখেছেন তার জন্য তিনি কৃতজ্ঞ এবং গর্বিত। আগের দশ বছরের থেকেও মানুষের স্বার্থে আরও ভালো কাজ করতে তিনি চেষ্টা করবেন। অনেকগুলো পুরনো কাজ বাকি আছে সেগুলো দ্রুততার সঙ্গেও শেষ করতে হবে। এর পাশাপাশি তিনি সদ্য যশ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় রাস্তা তৈরির কাজ, বাড়ি তৈরির কাজে অগ্রাধিকার দেবেন। এর জন্য ১০০ দিনের কাজ অতি গুরুত্বপূর্ণ। যশের জন্য বহু মানুষ বেকার হয়ে পড়েছেন যারা মাছ ধরে জীবন জীবিকা নির্ধারণ করেন তাঁরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন বেশি। মুখ্যমন্ত্রী তাঁদের জন্য যেরকম ত্রাণ এবং অন্নের ব্যবস্থা করছেন তার পাশাপাশি তাঁর দফতর থেকেও ১০০ দিনের কাজের ব্যবস্থা করার চেষ্টা করবেন। এরই মধ্যে তিনি নিজে তাঁর দফতরের আধিকারিকদের নিয়ে বেশকিছু জেলা সফরে যাবেন যেখানে জেলার আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন। এই জেলা সফরে প্রথম যাবেন দক্ষিণ ২৪পরগনায়। কারণ এখানে ক্ষতিগ্রস্তএর সংখ্যা অনেক বেশি।