Placeholder canvas
কলকাতা শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ |
K:T:V Clock
সার্বজনিক নিঃশুল্ক প্রতিষেধকের দাবি দেশ জুড়ে
জয়ন্ত চৌধুরী Published By: 
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুন, ২০২১, ০১:০৫:২৯ পিএম
  • / ৬০৭ বার খবরটি পড়া হয়েছে

সার্বজনিক নিঃশুল্ক প্রতিষেধক চাই। কেন্দ্রকে টিকা কিনে তা রাজ্যগুলিকে দিতে হবে। শুরু হয়েছিল বাংলা থেকে এখন দক্ষিণাত্য ঘুরে এই আওয়াজ ক্রমে শক্তি বাড়াচ্ছে। গোটা দেশের রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে এই স্লোগান। কোভিড সংক্রমণ রুখতে প্রতিষেধক অনিবার্য। গোটা বিশ্ব এই বিষয়ে একমত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই এ ব্যাপারে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। টিকা নিয়ে সাধারণ মানুষের মনে ধন্দ ছিল। সেটা কাটাতে সর্বাগ্রে নিজে টিকা নিয়েছেন। দেশ জুড়ে টিকাদান উৎসবের সূচনা করে দিয়েছেন। কিন্তু সেই উৎসবে দেশবাসীকে শামিল করানোর কোনো উদ্যোগ নেই, তবে ঢাক পেটানো প্রচার ছিল। কোথায় উৎসব। শবের মিছিল। চিকিৎসার জন্য প্রয়োজনীয় অক্সিজেন নিয়ে হাহাকার। টিকা অমিল। তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। প্রচারের ঢক্কানিনাদে আর তা চাপা দিতে পারছেন না মোদী। সকাল বিকাল টিকা নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক নানা ফরমান জারি করেছে। জনমানসে বিভ্রান্তি বাড়ছে। বাড়ছে অসহায়তা। চাহিদার সঙ্গে টিকার যোগানে ফারাক অস্থির করে তুলেছে জনসমাজকে। বিপণ্ন থেকে বিপন্নতর হয়ে উঠছে তাঁরা। ক্রমে মোদী সরকারের বিরুদ্ধে কেন্দ্রীভূত হচ্ছে জনবিক্ষোভ। তাই কথায় কথায় বিজেপি শাসিত এনডিএ’র তাবেদারী করা ওড়িশার নবীন পট্টনায়েক, অন্ধ্রপ্রদেশের জগনমোহন রেড্ডিকেও মোদী সরকারের ওপর চাপ বাড়াতে হচ্ছে টিকার প্রশ্নে। যদিও প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে উদ্বেগ জানিয়ে লিখলেও মোদীকে সরাসরি চিঠি লিখতে পারেননি রেড্ডি। তবুও টিকার অপ্রতুলতা নিয়ে জনতার মধ্যে উদ্বেগ যে বাড়ছে, তাতেই তাঁর মোদী অনুরাগ কিছুটা ধাক্কা খেয়েছে।
নোটবন্দি বা নাগরিকত্ব আইন কিংবা হালের কৃষক আন্দোলন যে কাজ করতে পারেনি, সার্বজনীন নিঃশুল্ক টিকাকরণের দাবি আসমুদ্র-হিমাচলকে এক সুতোয় বস্তুত বেঁধে ফেলেছে। কেন্দ্রীয় পরিকল্পনার ব্যর্থতা আর সরকারি ফাইলের নিরালম্ব পরিসংখ্যানের কচকচিতে আটকে নেই। টিকার প্রয়োজনীয়তা মানুষের জীবন রক্ষার সঙ্গে জড়িয়ে গিয়েছে।
ঘটনা পরম্পরায় দেখা যাচ্ছে, নোটবন্দি থেকে নাগরিকত্ব আইন সব বিষয়ে গোটা দেশে সর্বাগ্রে বিরোধী ভূমিকা নিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সার্বজনীন টিকাকরণের দাবিতে রাজ্যগুলির হাতে ক্ষমতা বিকেন্দ্রীকরণের দাবিও সর্বাগ্রে তুলেছেন মমতা। ভোট পর্বের মধ্যে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার শুরুতেই প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখে সবার জন্য টিকার দাবি জানিয়েছিলেন তিনি। তার পরেই কেরলের পিনরাই বিজয়ন বাংলাসহ দেশের ১২টি অবিজেপি শাসিত মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন। যার প্রধান প্রতিপাদ্য, রাজ্যগুলিকে চাহিদা অনুসারে টিকা সরবরাহের প্রশ্নে মোদীর ওপর চাপ বাড়ানো। তার রাজনৈতিক তাৎপর্য বুঝতে অসুবিধা হয় না। দেশময় বিজেপি বিরোধী যে স্বর চড়তে শুরু করেছে (বিগত একাধিক বিধানসভা নির্বাচনের ফলাফলই তার দৃষ্টান্ত) তাকেই এক সূত্রে বাঁধতে বিজয়নের এই প্রয়াস। বঙ্গ সিপিএমের সঙ্গে যতই তিক্ততা থাক না কেন বিজয়ন বৃহত্তর রাজনীতির অঙ্কে সেই আন্দোলনে মমতাকে এগিয়ে রাখতে চান। সে কারণেই,শুধু চিঠি দিয়ে নয়, মোদী সরকারের ওপর চাপ বাড়ানোর লক্ষ্যে মমতাকে ফোনও করেছেন, সিপিএম পলিটব্যুরো সদস্য বিজয়ন। কেননা তিনি জানেন,সদ্য হওয়া বিধানসভা ভোটে দেশের সর্বশক্তি উজাড় করে মোদী বাংলা দখলে নেমেও দলের ভরাডুবি আটকাতে ব্যর্থ হয়েছেন। যার এক এবং অদ্বিতীয় কারণ তৃণমূল নেত্রী। বিরোধী ভূমিকা নিতে মমতার সেই তেজ এখন কার্যকরী হতে পারে। ২০২৪ সালের লোকসভা ভোট পর্যন্ত এই সার্বিক বিরোধী ঐক্য বজায় রাখার ক্ষেত্রে তা সহায়ক হবে।
চিঠি চালাচালির বাইরে, এবার কেন্দ্রের ওপর চাপ বাড়াতে অবিজেপি দলগুলি নিজেদের মধ্যে আলোচনার প্রস্তুতি নিতে চলেছে বলে সূত্রের খবর। মমতা এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, ‘এই বিষয়ে আমি পুরোপুরি বাকিদের সঙ্গে রয়েছি।’ উল্লেখ্য, বিধানসভা ভোটের আগেই তিনি বলেছিলেন, কেন্দ্রকেই টিকার ব্যবস্থা করতে হবে। সদ্য জনতার রায় নিয়ে ক্ষমতায় বহাল থাকা মমতা বা বিজয়নদের আচরণে অন্যান্য রাজ্যের শাসক দলের ওপরেও পরোক্ষ চাপ আসছে। মনে রাখতে হবে, কোভিড অতিমারীতে দেশের সংখ্যাগরিষ্ঠ অংশের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। প্রতিষেধকের চাহিদা পূরণে তাঁরা ক্রমশ মরিয়া হয়ে উঠছে। কোভিড সংক্রমণের সৌজন্যে এই অপ্রাপ্তি আর ভবিষ্যৎ নিরাপত্তাহীনতার চরিত্রটা গোটা দেশেই অভিন্ন। স্বভাবতই, টিকার দাবি সারা ভারতের জনসাধারণকে ঐক্যবদ্ধ করার রাজনৈতিক কর্মসূচিতে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা উস্কে দিচ্ছে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

দ্রুত চার্জশিট দেওয়া হবে! রামপুরহাট হত্যাকাণ্ডে জানালেন পুলিশ সুপার
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
কালিয়াগঞ্জ স্কুলপাড়ায় রক্তদান শিবির
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
বালুরঘাটে আয়োজিত হতে চলেছে দুর্গাপুজোর কার্নিভ্যাল, কবে?
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
দুর্গাপুজোয় পুলিশি নিরাপত্তা কেমন থাকবে? কী জানালেন জাভেদ শামীম?
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
সিদ্ধান্তে অনড় কুড়মি সমাজ, অবরোধ না করার আবেদন পুলিশের
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
জঙ্গিপুরে পুকুর ভরাট মামলায় বড় নির্দেশ হাইকোর্টের!
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
মহালয়ার বাকি ১ দিন, নির্বিঘ্নে তর্পণ সম্পন্ন করতে ঘাট পরিষ্কার কালনা পৌরসভার
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
নামখানায় রাস্তার বেহাল দশা, বন্ধ পথশ্রী প্রকল্পের কাজ, পুজোর আগেই দুর্ভোগ এলাকাবাসীর
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
ইজরায়েল থেকে আরও হেরন ড্রোন কিনছে ভারত!
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
টানা বৃষ্টিতে চিন্তায় শিমুরালির মৃৎশিল্পীরা
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
পুজোয় কোন কোন দিন বৃষ্টি? ভাসবে কোন কোন জেলা?
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
পুজোর আগে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্টলের উদ্বোধন
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
দুর্গাপুজোর নিরামিষ মেনুতে বানিয়ে ফেলুন মৌরি-পটল
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
ধর্মের বেড়া টপকে উস্তাদ রশিদ খানের বাড়িতে সম্প্রীতির প্রথম দুর্গোৎসব!
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
৮৬ বছর বয়সে প্রয়াত প্রাক্তন ফুটবলার মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team