ওয়েব ডেস্ক: বাংলাদেশের (Bangladesh) সংগীত জগতে চাঞ্চল্য। একদিকে যখন নুসরত ফারিয়ার (Nusrat Faria) জামিনে মুক্তি নতুন করে আলোচনায়, তখনই সামনে এল আরও ভয়াবহ খবর। এবার নারী নির্যাতন ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে জনপ্রিয় গায়ক মইনুল আহসান নোবেলকে
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঢাকার ডেমরা থানা এলাকা থেকে সোমবার গভীর রাতে নোবেলকে গ্রেফতার করা হয়। অভিযোগ, ইডেন কলেজের এক ছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রথমে গুলশানে ডেকে পাঠান তিনি। এরপর দীর্ঘ সাত মাস ধরে ডেমরার একটি বাড়িতে আটকে রেখে ওই তরুণীকে লাগাতার ধর্ষণ ও শারীরিকভাবে নির্যাতন করেন (Rape Case in Bangladesh)। শুধু তাই নয়, ওই নির্যাতনের দৃশ্য নিজের মোবাইলে ভিডিও করে ব্ল্যাকমেল করারও অভিযোগ উঠেছে নোবেলের বিরুদ্ধে।
আরও পড়ুন: জামিন পেলেন নুসরত ফারিয়া
বাংলাদেশের জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ ফোন পেয়ে তৎপর হয় পুলিশ। রাতারাতি অভিযান চালিয়ে নোবেলের বাড়ি থেকে উদ্ধার করা হয় নির্যাতিতা তরুণীকে। এরপর তার দায়ের করা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় নোবেলকে। পুলিশের তরফে জানানো হয়েছে, গায়ক দেশের বাইরে পালানোর চেষ্টা করছিলেন। তবে সময়মতো পদক্ষেপ নেওয়ায় তা সম্ভব হয়নি।
নোবেলের বিরুদ্ধে নারী নির্যাতন, ধর্ষণ ও পর্ণোগ্রাফি আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এই ঘটনায় গোটা বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। উল্লেখ্য, প্রায় আট মাস আগেই একটি নেশামুক্তি কেন্দ্র থেকে ছাড়া পেয়েছিলেন তিনি। সেই সময় নিজেকে সংশোধনের আশ্বাস দিয়ে নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত বলেছিলেন নোবেল।
কিন্তু সেই অনুশোচনার মুখোশের আড়ালেই যে লুকিয়ে ছিল এমন ভয়াবহ অন্ধকার অধ্যায়, তা এতদিনে প্রকাশ্যে এল। এই মামলার তদন্ত এখনো চলছে। পুলিশের তরফে জানানো হয়েছে, প্রমাণ সংগ্রহ এবং নির্যাতিতার বক্তব্য অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
দেখুন আরও খবর: