Placeholder canvas
কলকাতা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock
Aajke | আবার ডাহা মিথ্যে বলছেন সাংসদ শান্তনু ঠাকুর
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  অর্ক্য চট্টোপাধ্যায়
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ০৪:৫৫:১৫ পিএম
  • / ১৬৫ বার খবরটি পড়া হয়েছে
  • অর্ক্য চট্টোপাধ্যায়

অনেকে প্রশ্ন তুলতেই পারেন যে রাজ্যে এই এক শান্তনু ঠাকুর ছাড়া কি আর কোনও বিষয় নেই? আমরা বারবার এই শান্তনু ঠাকুরকে নিয়ে আলোচনা করছি কেন? করছি কারণ এই সাংসদ বারবার মিথ্যে বলছেন শুধু নয়, মানুষের মধ্যে এক আতঙ্ক ছড়ানোর কাজ করেই চলেছেন। একবার মাথা ঠান্ডা করে ভাবুন তো, এই যে সিএএ বিল তা কি ভারতবর্ষে শুধু মতুয়াদের জন্য? সারা দেশের মানুষদের জন্য সংসদে বসে বিরোধীদের সমস্ত সমালোচনাকে উড়িয়ে দিয়ে সরকার একটা আইন পাশ করেছিল, আর সেই আইন পাশ করার চার বছর পরেও তাকে লাগু করাই হচ্ছিল না। কিন্তু তা নিয়ে দেশের আর কোথাও কোনও আলোচনা হচ্ছিল? কোথাও গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী বলছিলেন যে সিএএ লাগু হবেই। যাচ্ছিলেন তো সর্বত্র। আর সেই আইন আনার পরে, পাশ করানোর পরে এতগুলো রাজ্যের নির্বাচন হয়েছে, একমাত্র বাংলা ছাড়া কোথাও এ নিয়ে একটাও কথা বলেছেন তাঁরা? বা অন্য কোনও বিজেপি নেতৃত্ব। সাধারণ নির্বাচনের প্রচার শুরু হয়েছে একমাসের বেশি হয়ে গেল, এক তৃতীয়াংশ আসনে ভোট শেষ, এই বাংলা ছাড়া কোথাও বলা হচ্ছে যে সিএএ আসবেই, আমরা নাগরিকত্ব দেব ইত্যাদি? বলা হচ্ছে না কারণ এই বাংলার উদ্বাস্তু, গৃহহীন হয়ে চলে আসা সেই মানুষজনদের নিয়ে এক ঘৃণ্য রাজনীতি কেবল এই বাংলাতেই হচ্ছে এবং সেই জঘন্য রাজনীতির অন্যতম খেলোয়াড় এই শান্তনু ঠাকুর। আর সেই কারণেই এটাই বিষয় আজকে। আবার ডাহা মিথ্যে বলছেন সাংসদ শান্তনু ঠাকুর।

সারা দেশের নির্বাচনে যা ইস্যু নয় সেই সিএএ নিয়ে ক্রমাগত মিথ্যে বলেই চলেছেন বনগাঁ আসনের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। মাত্র গতকাল তিনি বলেছেন যে ১০ হাজার মতুয়া মানুষজন সিএএ আইন মোতাবেক আবেদনপত্র জমা করেছেন। কোথায় জমা করলেন? কোন  দফতরে? কারা জমা করলেন? না, তার কোনও বিবরণ তিনি দেননি। কিন্তু এটাও জানিয়েছেন যে উনি কিন্তু আবেদন করেননি। এরকম নির্লজ্জ মিথ্যাচার আগে দেখেছেন? প্রথমত ১০ হাজার তো দূরস্থান, দশজন মতুয়া ভোটারকে এনেও হাজির করতে পারবেন না এই শান্তনু ঠাকুর যাঁরা নাকি এই আবেদন করেছেন। কেন?

আরও পড়ুন: Aajke | হাত ধরিব, হাত ধরিব না, সিপিএমের দোলাচল চলছে চলবে

কারণ খুব পরিষ্কার, এই সিএএ আর নাগরিকত্ব দেওয়ার মিথ্যে বেলুনটা ফেটে গেছে সেদিনেই যেদিন উনি প্রথমে বলে ফেলেছিলেন আমি আবেদন করব, আর তারপরে নিজেই আবেদন করেননি। সেদিনেই এলাকা জুড়ে প্রচার চলেছে যে শান্তনু ঠাকুর নিজেই আবেদন করেননি কারণ আবেদন করলে উনি নাকি আর নির্বাচনে দাঁড়াতেই পারতেন না বা দাঁড়ালেই তাঁর মনোনয়ন বাতিল হয়ে যেত। এবং এই প্রচারের ভিত্তি আছে বইকী, কারণ আবেদনের প্রথমেই তো আপনাকে জানাতে হচ্ছে যে আপনি অমুক দেশের নাগরিক ছিলাম ধর্মীয় উৎপীড়নের কারণে আমাকে এদেশে চলে আসতে হয়েছে, আমাকে নাগরিকত্ব দেওয়া হোক। এই আবেদন তো পাঁঠার দোকানে ক্যাশ টাকা দেওয়া নয় যে হাফ কিলোর দাম দিলেন আর রাং থেকে হাফ কিলো মাংস কেটে দিয়ে দিল, এখানে আপনি আবেদন করবেন, সেই আবেদনের তথ্যগুলো খতিয়ে দেখা হবে, এবং ততদিন আপনি নাগরিক নন। এবং যেহেতু নির্বাচনে দাঁড়াতে গেলে দেশের নাগরিকত্ব থাকাটা আবশ্যিক তাই শান্তনু ঠাকুর সিএএ-র আবেদন করেননি। সব্বাই এই খেলাটা বুঝে গেছে এবং আপাতত সিএএ ব্যাপারটা বুমেরাং হয়ে গেছে। সেই অস্বস্তি থেকেই শান্তনু ঠাকুর আবার একটা নয়া মিথ্যে ভাসিয়ে দিলেন, ১০ হাজার মতুয়া মানুষজন নাকি সিএএ-র জন্য নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেছেন। আমরা চ্যালেঞ্জ করছি, আনুন ওই ১০ হাজারের নথিপত্র। মাথায় রাখুন যাঁরা এই আবেদন করবেন তাঁরা এটাও জানেন যে আবেদন করার সঙ্গে সঙ্গেই তাঁদের ভোট দেওয়ার অধিকারটাও চলে যাবে। কাজেই তাঁদের দল বেঁধে আবেদনপত্র ভরানোর জন্য নিয়েও যাবেন না এই শান্তনু ঠাকুর। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞাসা করেছিলাম, এই যে সিএএ নিয়ে ক্রমাগত মিথ্যাচার, ১০ হাজার জন আবেদন করেছেন, আমিও আবেদন করব ইত্যাদি বলার পরে সত্যিটাও সামনে হাজির, না উনি আবেদন করেছেন, না ওই দশ হাজার মানুষ, এসবের ফলে এই সিএএ ইস্যু কি বিজেপির বিরুদ্ধেই চলে যাচ্ছে না? শুনুন মানুষজন কী বলেছেন।

সেই শুরুর দিন থেকে আমরা বলে আসছিলাম, পৃথিবীর প্রত্যেক দেশের সাধারণ নাগরিকত্ব আইনেই বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কারণে নিপীড়িত মানুষজনকে দেশে আশ্রয় দেওয়ার, নাগরিকত্ব দেওয়ার চল সারা পৃথিবীতেই আছে। প্রত্যেক সভ্য দেশে এমন নিয়ম আছে। কোনও এক দেশে গজিয়ে ওঠা স্বৈরতান্ত্রিক সরকার, শাসন ব্যবস্থা গণতান্ত্রিক, সামাজিক, আর্থিক বা ধর্মীয় স্বাধীনতা কেড়ে নিলে মানুষ সে দেশ ছাড়ে, অন্য দেশে যায়, নাগরিকত্বের আবেদন করে এবং পায়ও। কিন্তু সেই আইন কখনও দেশেই থাকা বসবাস করা সেই মানুষজনকে যাঁরা দেশের সরকারকে নির্বাচিত করেছে তাদেরই নাগরিকত্ব দেব বলে ভাঁওতা দেয় না। সেই ভাঁওতা দেওয়া হচ্ছিল ভোটের জন্য, তা এখন মানুষের কাছেও পরিষ্কার।

 

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০ ১১ ১২ ১৩ ১৪
১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০২১
২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮
২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

সিরিয়ায় রাশিয়া ব্যর্থ হয়েছে, মানতে চান না পুতিন
শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
রাজ্যে ফের ইডি হানা
শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
বাড়ছে সিগারেট-গুটখার দাম! জিএসটি নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের
শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
কেন রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ হল? জেনে নিন
শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
দাদার সঙ্গে জুলুমবাজি! পল পোগবার ভাইকে কঠিন শাস্তি দিল আদালত
শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
তপসিয়ার ঝুপরিতে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮ ইঞ্জিন
শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
নক্ষত্র পতন! প্রয়াত পরিচালক রাজা মিত্র
শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
পৈতৃক সম্পত্তিতে মেয়েদের সমানাধিকার! বিরাট রায় দিল সুপ্রিম কোর্ট
শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
আরজি কর মামায় সঞ্জয় রায়ের সাক্ষ্যগ্রহণ আজ
শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
জয়পুরে রাসায়নিক ভর্তি ট্রাকের ধাক্কায় ভয়ানক অগ্নিকাণ্ড
শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
ফের ধর্মতলায় ধরনায় জুনিয়র ডাক্তারদের, অনুমতি দিল না পুলিশ
শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
সল্টলেকে পুলিশ হেফাজতে মৃত্যু ঘিরে রহস্য​
শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
আজ কি বৃষ্টি হবে কলকাতায়? দক্ষিণবঙ্গের আপডেটও জেনে নিন​
শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
বাংলাদেশে কন্যা সহ সংখ্যালঘু মহিলাকে খুনের অভিযোগ​
শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
সংসদের সামনে সমস্ত প্রতিবাদ বন্ধ, কড়া নির্দেশ স্পিকার ওম বিড়লার​
শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team